উত্তরপাড়া, 3 এপ্রিল:"জনগণ যদি গণতান্ত্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে বিসর্জন না দেন, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা পাকিস্তান ও বাংলাদেশের থেকেও খারাপ হবে !" সোমবার হুগলির উত্তরপাড়ায় এসে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হুগলির রিষড়ায় ৷ সেই ঘটনায় জখম হন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ-সহ আরও কয়েকজন ৷ বিমানকে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে ভরতি করা হয় ৷ এদিন বিধায়ককে দেখতে সেই নার্সিংহোমে পৌঁছে যান শুভেন্দু ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ৷
শুভেন্দুর অভিযোগ, পশ্চিমবঙ্গে আইন সকলের জন্য সমান নয় ৷ সেই কারণেই 144 ধারা কার্যকর থাকা সত্ত্বেও রিষড়ায় ঢোকার সুযোগ পান তৃণমূলের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় ৷ অথচ, বিজেপির প্রতিনিধিদের সেখানে ঢুকতে দেওয়া হয় না ! এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "রিষড়ায় যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের প্রত্য়েকের বাড়িতে আমি যাব ৷ হয় 144 ধারা উঠে যাওয়ার পর যাব, আর তা না হলে আদালতের অনুমতি নিয়ে এলাকায় ঢুকব ৷"