পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu slams Mamata: মমতার সরকারকে বিসর্জন দেওয়ার ডাক শুভেন্দুর

রিষড়ায় অশান্তির পর হুগলিতে এসে সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী ৷ এই বিষয়ে কী কী বললেন তিনি ?

Suvendu Adhikari slams Mamata Banerjee after Rishra Incident
ফাইল ছবি

By

Published : Apr 3, 2023, 3:53 PM IST

শুভেন্দুর নিশানায় মমতা

উত্তরপাড়া, 3 এপ্রিল:"জনগণ যদি গণতান্ত্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে বিসর্জন না দেন, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা পাকিস্তান ও বাংলাদেশের থেকেও খারাপ হবে !" সোমবার হুগলির উত্তরপাড়ায় এসে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হুগলির রিষড়ায় ৷ সেই ঘটনায় জখম হন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ-সহ আরও কয়েকজন ৷ বিমানকে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে ভরতি করা হয় ৷ এদিন বিধায়ককে দেখতে সেই নার্সিংহোমে পৌঁছে যান শুভেন্দু ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ৷

শুভেন্দুর অভিযোগ, পশ্চিমবঙ্গে আইন সকলের জন্য সমান নয় ৷ সেই কারণেই 144 ধারা কার্যকর থাকা সত্ত্বেও রিষড়ায় ঢোকার সুযোগ পান তৃণমূলের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় ৷ অথচ, বিজেপির প্রতিনিধিদের সেখানে ঢুকতে দেওয়া হয় না ! এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "রিষড়ায় যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের প্রত্য়েকের বাড়িতে আমি যাব ৷ হয় 144 ধারা উঠে যাওয়ার পর যাব, আর তা না হলে আদালতের অনুমতি নিয়ে এলাকায় ঢুকব ৷"

শুভেন্দুর বক্তব্য, হাওড়ার শিবপুরের মতোই হুগলির রিষড়ার ঘটনাতেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ ৷ ঘটনা ঘটে যাওয়ার পর বেছে বেছে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে গ্রেফতার করা হচ্ছে ৷ রিষড়ার ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে কেউই উত্তেজনা ছড়াননি বা অশান্তিতে মদত জোগাননি বলেও দাবি করেছেন শুভেন্দু ৷ তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই তাঁর দাবির স্বপক্ষে প্রমাণ পাওয়া যাবে ৷

আরও পড়ুন:'সত্য চাপতেই আমাদের আটকানো হচ্ছে' ! রিষড়ায় ঢুকতে না পেরে তোপ সুকান্তর

এরপর সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তোপ দাগেন শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীকে রাজ্য়ের 'সবথেকে বড় সাম্প্রদায়িক ব্যক্তি' বলে অবিহিত করেন তিনি ! তাঁর বক্তব্য, মমতা নিজেকে 'সেকুলার' বা অসাম্প্রদায়িক বলে দাবি করলেও আসলে ভোট সর্বস্ব রাজনীতির স্বার্থে তিনি সবসময়েই সাম্প্রদায়িক আচরণ করেন এবং তোষণের নীতি মেনে চলেন ৷ তাই "বাংলার মানুষ যদি গণতান্ত্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে বিসর্জন না দেন, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা পাকিস্তান ও বাংলাদেশের থেকেও খারাপ হবে" বলে মনে করেন শুভেন্দু ৷

ABOUT THE AUTHOR

...view details