সিঙ্গুর, 18 এপ্রিল:"অনেক নোটিশ আসছে, অনেক নোটিশ যাচ্ছে ৷ যেদিন চাইবে সেদিন ঢুকিয়ে দেবে । এরপর সিবিআইয়ের নজরে আরও বিধায়ক, প্রাক্তন বিধায়ক, সাংসদ ও কাউন্সিলরদের নাম রয়েছে । আসতে আসতে সব ঢুকবে ।" তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর নোটিশ প্রসঙ্গে মঙ্গলবার এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ৷
এদিন হুগলির সিঙ্গুরের বড়া হাওয়াখানা এলাকায় বিজেপি'র এক জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙরে এদিন নথি পোড়ানোর যে ঘটনা সামনে এসেছে সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "গাড়ি গাড়ি নথি লুকিয়ে পোড়ানো হচ্ছে । পশ্চিমবঙ্গে বিধায়ক যেভাবে পাঁচিল টপকে ঘুরছে, পুকুরে জল সেচ করে মোবাইল খুঁজতে হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে প্রমাণ লোপাটের জন্য তৃণমূল পারে না এমন কোনও কাজ নেই । সিবিআই নিজস্ব ইনফরমেশন পেয়েই ভাঙরে গিয়েছে ৷ এরপর আবার নতুন এপিসোড দমকল নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে ।"