ধনিয়াখালি, 4 জানুয়ারি:10 তারিখের পর আবাস দুর্নীতি (Awas Yojana Scam) নিয়ে জনস্বার্থ মামলা রুজু করা হবে ৷ বুধবার একথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একইসঙ্গে, বিভিন্ন দুর্নীতি ইস্যুতে তাঁর মন্তব্য, "ছোট চোর ধরে কোনও লাভ নেই ৷ চোরেদের মহারানিকে গ্রেফতার করতে হবে !" এক্ষেত্রে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) নিশানা করেছেন তিনি ৷ এদিন হুগলির (Hooghly) ধনিয়াখালিতে (Dhaniakhali) আয়োজিত বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই দু'টি মন্তব্য করেন তিনি ৷
বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে এদিন এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বিজেপি ৷ ধনিয়াখালির এই সভায় মূল বক্তা ছিলেন শুভেন্দু ৷ তাঁকে দেখতে এবং তাঁর কথা শুনতে সভামঞ্চের সামনে ভিড় উপচে পড়ে ৷ সেই সময় তাঁকে নানা বিষয় নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) সংক্রান্ত প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার সব সদস্যেরই জেলে যাওয়া উচিত ৷ 2022 সালের 25 মে মন্ত্রিসভার বৈঠকে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল ৷ সেই ক্য়াবিনেটের মাথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই ছোট চোর ধরে কোনও লাভ নেই ৷ চোরেদের মহারানিকে গ্রেফতার করতে হবে !"