পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সৌরভ কবে শিল্পপতি হলেন ? বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মহারাজের উপস্থিতিতে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari: শিল্প ও শিল্পপতিদের জন্য রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ সেখানে দেখা মিলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ তাঁর উপস্থিতি নিয়ে এবার প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari on Sourav Ganguly
শুভেন্দু অধিকারী

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 11:11 AM IST

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সৌরভের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু

রিষড়া, 22 নভেম্বর: মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর উপস্থিতি নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি প্রশ্ন করেন, "সৌরভ গঙ্গোপাধ্যায় কবে শিল্পপতি হলেন ?"

রাজ্যে শিল্পের জন্য দু'দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ গতকাল রাজারহাটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যার উদ্বোধন হয়েছে ৷ ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ এই বাণিজ্য সম্মsলন মূলত শিল্পপতিদের জন্য ৷ যেখানে মুকেশ আম্বানি থেকে এক ঝাঁক শিল্পপতি ছিলেন । রাজ্যে কয়েক কোটি টাকার বিনোযোগের আশ্বাস দিয়েছেন ওই শিল্পপতিরা । সেখানে শিল্পপতি হিসাবে প্রথম সারিতে সৌরভের উপস্থিতি নিয়ে তোপ দাগেন শুভেন্দু ।

তিনি বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট বা ক্রীড়া সত্তাকে নমস্কার করি । তিনি আমাদের গর্ব । কিন্তু উনি কোনদিন শিল্পপতি ছিলেন না ৷ কিছু ফ্ল্যাট বানিয়েছেন জানি । তাতে অভিযোগও রয়েছে । অনেকে টাকা দিয়েও ফ্ল্যাট পাননি বলে অভিযোগ । সৌরভ শিল্পপতি নন । শিল্পপতি যারা তাদের কাউকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দেখা যায়নি ৷"

রিষড়ার ওয়েলিংটন জুটমিলের জগদ্ধাত্রী পুজোয় শুভেন্দু অধিকারী

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনই 20 হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন মুকেশ আম্বানি । সে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা ৷ শুভেন্দু বলেন, "মুকেশ আম্বানির ব্যাপারে আমার প্রশ্ন আছে । নিউটাউনে সিলিকন ভ্যালিতে আজ থেকে ছয় বছর আগে বিনামূল্যে মুকেশ আম্বানিকে পঞ্চাশ একর জমি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেই জমিগুলিতে এখন ছাগল গরু চরে বেরায় । ছয় বছরের নিউটানের মতো মূল্যবান জায়গায় সিলিকন ভ্যালিতে যিনি একটা ইটও গাঁথতে পারেন না, তিনি এখানে কী করবেন, আমার সন্দেহ আছে ।"

তাঁর কথায়, "আমার ধারনা ফাইভ জি, সিক্স জির তারগুলো পাতবেন । এর আগে 2021 সালে আম্বানি গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়কে 70 কোটি টাকা দিয়েছে ইলেকট্ররাল বন্ডে । মুখ্যমন্ত্রী চার্টার্ড ফ্লাইটের সব পেমেন্ট করেছেন ওই ইলেকটোরাল বন্ড থেকে এবং 2019 সালেও টাকা দিয়েছে আম্বানি গোষ্ঠী । মাননীয় সঞ্জীব গোয়েঙ্কা ও মুকেশ আম্বানিরা এই সরকারকে মিস ইউজ করছে ।" মঙ্গলবার রিষড়ার ওয়েলিংটন জুটমিলের জগদ্ধাত্রী পুজোয় আসেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । প্রদীপ জ্বালিয়ে ও ফুল দিয়ে মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, বাণিজ্য সম্মেলনের মঞ্চে ঘোষণা মুখ্যমন্ত্রীর
  2. আগামী 3 বছরে রাজ্যে 20 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স, সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বানির
  3. বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্পোরেট লুকে মমতা

ABOUT THE AUTHOR

...view details