চন্দননগর, 2 ফেব্রুয়ারি : দলবদল ইস্যুতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Attacks Mamata Banerjee on Anti Defection Issue) ৷ বিজেপি ভাঙিয়ে বিধায়ক তৃণমূলে নিয়ে গেলে তাঁরা মুখ্যমন্ত্রীর গলায় আটকে থাকবে বলেও মন্তব্য করেছেন নন্দীগ্রামের বিধায়ক (Nandigram MLA) ৷ এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন মুকুল রায়ের প্রসঙ্গও (Suvendu sites Mukul Roy instance) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) দলবদল প্রসঙ্গে মুখ খুলেছেন ৷ বিজেপি থেকে আরও কয়েকজন বিধায়ক তৃণমূলে যোগদান করতে চাইছেন বলেও তিনি দাবি করেন ৷ আর তার পরই এই নিয়ে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷ এদিন এই বিজেপি বিধায়ক হাজির হয়েছিলেন হুগলির চন্দননগরে ৷ ওই পৌরনিগমে আগামী 12 ফেব্রুয়ারি ভোট ৷ সেই উপলক্ষ্যে এদিন প্রচার করেন শুভেন্দু ৷ পরে দলবদল প্রসঙ্গে কথা বলেন ৷
শুভেন্দুর দাবি, বিজেপি থেকে যদি বিধায়করা তৃণমূলে যেতে চান, মুখ্যমন্ত্রী নিতে পারেন ৷ কিন্তু তাঁদেরকে তৃণমূল বলতে পারবেন না । উদাহরণ হিসেবে তিনি মুকুল রায়ের প্রসঙ্গ টেনে আনেন ৷ তাঁর কথায়, যেমন মুকুল রায়ের অবস্থা হয়েছে । মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, মুকুল রায় ভোটের সময় খুব একটা গালিগালাজ করেননি । ঘরের ছেলে ৷ পরে আবার বলছেন, মুকুল তো বিজেপির সদস্য । বিজেপি থেকেই বিধায়ক হয়েছেন ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, বিধানসভা ভোটের ফল প্রকাশের কয়েকদিনের মধ্য়েই মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ কিন্তু তাঁর বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের কাছে অভিযোগ করেছে বিজেপি ৷ সেই নিয়ে শুনানি চলছে ৷ আদালতেও মামলা হয়েছে এই বিষয়ে ৷