হুগলি, 28 নভেম্বর : "তৃণমূলের ঢোকার জন্য বাম-বিজেপি সকলেই চেষ্টা চালাচ্ছে ৷ শুভেন্দুও চেষ্টা চালাচ্ছেন, কোন গর্তে দিয়ে তৃণমূলে আসা যায় ।" শুভেন্দুকে এভাবেই কটাক্ষ করেন নির্মল মাঝি (Nirmal Maji slams Suvendu Adhikari) ।
নির্মল বলেন, "সমস্ত গর্তই বুঝিয়ে দেওয়া হচ্ছে । ওরকম শয়তান মীরজাফরকে পার্টি নেবে কিনা আলোচনা চলছে । দিলীপ ঘোষ থেকে সবাই পা বাড়িয়েছে তৃণমূলে আসার জন্য । একটু চান্স পেলেই ভল্ট দিয়ে জার্সি চেঞ্জ করে গিরগিটির মতো রং পরিবর্তন করে পরিবর্তনের আয়নায় একবারে সমাজসেবী হিসেবে স্থাপিত হবে । যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল তারা অনেকেই ফেরত আসতে চাইছে ৷ রাজ্যে অন্তত 50 জন বিধায়ক পা বাড়িয়েছে তৃণমূলের দিকে ৷ তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের জন্যই ।"
নিচুতলা কর্মীদের মধ্যে ক্ষোভের প্রসঙ্গে নির্মল বলেন, "নিচুতলার কর্মীরা বেইমান শয়তানদের পছন্দ করেন না । মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সারদা মা ৷ তিনি হচ্ছেন আমাদের জীবন দর্শন ৷ তিনি সৎয়েরও মা, অসৎয়েরও মা । তিনি সকলকে ক্ষমা করেন ৷"