পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শূন্য পেলেও বামপন্থীরা থাকবে, দিদি আপনি জেলেই যাবেন : সূর্যকান্ত - mamata

আরামবাগ লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী শক্তিমোহন মালিকের সমর্থনে হুগলির হরিপালের নালিকুলে জনসভায় বক্তব্য রাখেন বামফ্রন্ট নেতা সূর্যকান্ত মিশ্র । মঞ্চ থেকে মোদি ও মমতা, দু'জনকেই আক্রমণ করেন তিনি ।

সূর্যকান্ত মিশ্র

By

Published : Apr 20, 2019, 8:45 AM IST

হুগলি, 20 এপ্রিল : "আমরা এক পাই, পাঁচ পাই বা কিছু না পাই, বামপন্থীরা বামপন্থী থাকবে ।" আরামবাগ লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী শক্তিমোহন মালিকের সমর্থনে হুগলির হরিপালের নালিকুলে জনসভা থেকে এই কথা বললেন বামফ্রন্ট নেতা সূর্যকান্ত মিশ্র । তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, "তৃণমূলের যদি পাঁচটা আসন কমে যায়, মুখ্যমন্ত্রী আপনার পার্টিটা BJP হয়ে যাবে । মুখ্যমন্ত্রীর লোকগুলো সব BJP হয়ে যাচ্ছে । তৃণমূলের বিধায়ক BJP-র সাংসদ পদে দাঁড়িয়েছে । ব্যারাকপুরে বলেছে ১০০ জন বিধায়ক ভোটের পর BJP হয়ে যাবে ।"

তিনি আরও বলেন, "যারা ভাবছেন তৃণমূলকে ভোট দিয়ে BJP-কে ঠেকাবেন, উলটোদিকে BJP-কে ভোট দিয়ে তৃণমূলকে আটকাবেন, আপনি ভুল করছেন । তাঁদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিন । তৃণমূলকে ভোট দেওয়া মানে BJP-কে ভোট দেওয়া আর BJP-কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া ।"

মমতাকে আক্রমণ করে সূর্যকান্ত বলেন, "আপনি আর ছবি আঁকছেন না কেন? কোটি টাকায় আপনার ছবি বিক্রি হচ্ছিল । এখন নাকি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে আপনার ছবি পাঁচ, ছয় কোটি টাকায় বিক্রি হয়েছে । আবার ছবিগুলো উদ্ধার করেছে । যার কাছ থেকে উদ্ধার করেছে সে নাকি জেলে আছে । আর আপনি কবে যাবেন? অপেক্ষা করুন । আপনি যাবেন । আপনার দাদাও যাবে । যত সব চোর, মহা চোর ।"

পাশাপাশি ভাষণে সিঙ্গুর প্রসঙ্গে তিনি বলেন, "নতুন শিল্প দরকার এখানে । সিঙ্গুরে একটা কারখানা তৈরি হত যেখানে হাজার হাজার মানুষের কর্ম সংস্থান তৈরি হত । কিন্তু আপনি এমন একটা অবস্থা তৈরি করেছেন যে আপনাকে না তাড়ালে পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা থাকবে না । শিল্প হবে না ।"

এদিকে BJP-তৃণমূলের গোপন আঁতাতের কথা উল্লেখ করে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে BJP-র সাথে তৃণমূলের আসন সমঝোতা হয়েছে । এর আগে দিল্লিতে রাজনাথের সঙ্গে আপনি বৈঠক করে আসন সমঝোতা করেছেন । এবং আট না বারো কটা আসন BJP-কে ছেড়ে দেবে তৃণমূল তা নিয়েও দর কষাকষি হয়েছিল ।" জনসভা থেকে মোদিকে কটাক্ষ করে বলেন, "দেশের প্রধানমন্ত্রী সব থেকে বড় দেশদ্রোহী ।"

ABOUT THE AUTHOR

...view details