পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"তাপসী মালিকের আত্মহত্যাকে খুন হিসেবে চালানোর চেষ্টা করে তৃণমূল" - west bengal

কেটে গেছে দশ বছরের বেশি সময় । সিঙ্গুর-জট এখনও খোলেনি । সম্প্রতি বিধানসভায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও । এবার তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন এক বামনেতা । যাঁকে ঘিরে সেসময় সিঙ্গুর আন্দোলন তোলপাড় হয়েছিল । সেই সুহৃদ দত্তের অভিযোগ, তাপসী মালিক হত্যায় তাঁকে ফাঁসানো হয়েছিল । ঘটনাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল ।

Surhid Dutta

By

Published : Jul 12, 2019, 3:16 PM IST

Updated : Jul 12, 2019, 8:16 PM IST

সিঙ্গুর, 12 জুলাই : বেশ কিছুদিন অন্তরালে থাকার পর বছর দু'য়েক আগে তাঁকে প্রকাশ্যে দেখা গেছিল । বিতর্ক-অভিযোগ সে সময়েও পিছু ছাড়েনি এক সময়ের সিঙ্গুরের দোর্দণ্ডপ্রতাপ বামনেতা সুহৃদ দত্তের । সেই প্রতাপ-প্রভাব-ক্ষমতা আজ কিছুই নেই বললেই চলে । তবুও সিঙ্গুরে টাটাদের কারখানা নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে পিছপা হলেন না সুহৃদ । এবার অভিযোগ তুললেন তাপসী মালিকের আত্মহত্যাকে খুন হিসাবে প্রচার করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস । শুধু তাই নয়, সেই ঘটনাকে রাজনীতির রং লাগানোর চেষ্টাও করা হয়েছিল ।

সিঙ্গুর জমি আন্দোলন আর তৃণমূল কংগ্রেস নামটা যেন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত । আর CPI(M)-র কথা তো বলতেই হবে । সিঙ্গুর জমি আন্দোলনের সময় আর যে নামটি প্রচারে এসেছিল তা হল তাপসী মালিক ধর্ষণ-হত্যাকাণ্ড । এই ঘটনায় 2006 সালে অভিযুক্ত হয়েছিলেন তৎকালীন বামনেতা সুহৃদ দত্ত ও দেবু মালিক । তাঁদের দুজনেরই যাবজ্জীবন হয়েছিল । যদিও পরে হাইকোর্টের নির্দেশে তাঁরা জামিন পান । CBI তাঁদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেও সেই আবেদন নাকচ হয়ে যায় ।

স্বাস্থ্য অনেকটাই ভেঙে গেছে সুহৃদের । মাঝে বেশ কিছুদিন প্রায় গৃহবন্দি ছিলেন । এখন কিছুটা সুস্থ হয়েছেন কিন্তু তাও সেদিনের কথা ভুলতে পারেননি । তাঁর দাবি, তাপসী হত্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে । কারণ তিনিই ছিলেন সিঙ্গুরের চাষি ও টাটাদের মধ্যে যোগাযোগের মাধ্যম । এরপরই সেই প্রসঙ্গ তুলে সুহৃদ দত্তের দাবি, "CBI যে চার্জশিট দিয়েছিল তাতে উল্লেখ ছিল তাপসী মালিকের গর্ভপাতের । সেই রিপোর্ট অনুযায়ী সাত-দশদিন আগে কাউকে ধর্ষণ করা হলে সে কোনওভাবেই গর্ভবতী হতে পারে না ।" এরপরই তাঁর আরও দাবি, তাপসীকে যে ধর্ষণ করা হয়েছে সেটাও প্রমাণসাপেক্ষ । তাঁর কথায়, "যেভাবে তাপসীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল তা দেখে সাধারণভাবে মনে হয়েছে সে আত্মহত্যা করেছে ।"

দেখুন ভিডিয়ো

তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেও সুহৃদের আশা, সুবিচার পাবেনই । আর তাঁর মৃত্যুর আগেই সেই সুবিচার পেতে চান এই বামনেতা ।

সুহৃদ যখন তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছেন তখন কার্যত মুখে কুলুপ তৃণমূলের । সিঙ্গুর জমি আন্দোলন যে দুই তৃণমূল নেতাকে প্রচারের আলোয় এনেছিল সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বেচারাম মান্না সরাসরি কিছু বলতে চাইলেন না । বেচারামের মন্তব্য, "এই বিষয়টি বিচারাধীন । আইন আইনের মতো চলবে । এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয় ।" সেদিন আন্দোলনে যাঁরা সামনের সারিতে ছিলেন তাঁদের মধ্যে অন্যতম মহাদেব মালিক (অনিচ্ছুক চাষি) । মহাদেবের কথায়, "আমরা জমির জন্য আন্দোলন করেছিলাম । সেসময় পুলিশ ছিল CPI(M)-র । সেই সময় ঘটনার তদন্ত করেছিল CBI । এখানে আর কিছু বলার নেই ।"

আর যে পরিবারকে নিয়ে যাবতীয় বিতর্ক, সেই তাপসী মালিকের বাবা কি বলছেন?

তিনি কিন্তু চুপ । কিন্তু কেন? কার ভয়ে? তৃণমূল-CPI(M)? না অন্যকিছু? উঠে আসছে প্রশ্ন ।

Last Updated : Jul 12, 2019, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details