পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CAA, NRC-র সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি - Hoogly

রাজ্য তথা দেশ যখন NRC ও CAA-র বিরোধিতায় উত্তাল, তখন তারই সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন হুগলির সিঙ্গুরের BJP নেতা ও কর্মীরা৷ NRC ও CAA-র সমর্থনে প্রায় 50 জন নিজেদের মতামত পোস্টকার্ডে লিখে তা জমা দিলেন সিঙ্গুর পোস্ট অফিসে৷

Letter to PM for CAA, NRC from Singur
CAA, NRC-র সমর্থনে খোলা চিঠি

By

Published : Feb 2, 2020, 2:17 PM IST

সিঙ্গুর, 2 ফেব্রুয়ারি: CAA-র সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠালেন সিঙ্গুরের BJP নেতা ও কর্মীরা৷ গতকাল সিঙ্গুর পোস্ট অফিসের পোস্ট বক্সে চিঠি জমা দেওয়ার পর তারা জানান, এই কর্মসূচি রোজই চলবে এবং প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার চালানো হবে৷

একদিকে রাজ্য তথা দেশ যখন NRC ও CAA-র বিরোধিতায় উত্তাল, তখন তারই সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন হুগলির সিঙ্গুরের BJP নেতা ও কর্মীরা৷ NRC ও CAA-র সমর্থনে প্রায় 50 জন নিজেদের মতামত পোস্টকার্ডে লিখে তা জমা দিলেন সিঙ্গুর পোস্ট অফিসে৷ NRC ও CAA-র মতো প্রধানমন্ত্রীকে আরও সাহসী পদক্ষেপ করতে এই বার্তা বলে জানান তারা৷ ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দেন BJP নেতা ও কর্মীরা৷ এই কর্মসূচি রোজই চলবে বলে BJP-র পক্ষ থেকে জানানো হয়েছে৷ পাশাপাশি, স্থানীয় এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়েও প্রচার চালানো হবে বলে জানান তারা৷ এদিকে, হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না জানান, BJP যতই CAA ও NRC নিয়ে প্রচার করুক, মানুষ ওদের বিপক্ষেই রয়েছে৷ মানুষ প্রতিবাদ করছে বলে BJP আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলে জানান তৃণমূল বিধায়ক৷

CAA, NRC-র সমর্থনে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

ABOUT THE AUTHOR

...view details