খানাকুল, 11 জুলাই : নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর বিশ্বজয়ের স্বপ্ন শেষ কোহলিদের। স্বপ্নভঙ্গ হয়েছে কোটি কোটি ভারতীয় সমর্থকদেরও । আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটপ্রেমীর । মৃতের নাম শ্রীকান্ত মাইতি (৩৩) । বাড়ি হুগলির খানাকুলের তাঁতিশাল গ্রামে ।
খানাকুলের সেকেন্দার পুর মোড়ে সাইকেলের দোকানে গতকাল সন্ধ্যায় মোবাইলে খেলা দেখছিলেন তিনি। ধোনির আউটের পরই মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগের দক্ষিণ নারায়ণপুর ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।