তৃণমূলী আইনজীবীদের বয়কট প্রসঙ্গে বিচারপতির সুরক্ষা নিয়ে প্রশ্ন সুকান্তের আরামবাগ, 10 জানুয়ারি: বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাস বয়কট করছে তৃণমূলপন্থী আইনজীবীরা ৷ আর তৃণমূলের আইনজীবীদের বিচারপতি বয়কট নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । আরামবাগের কামারপুকুরে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ সেখানে সুকান্ত বলেন, "কলকাতা হাইকোর্টের বিচারপতি যদি সুরক্ষিত না হয়, তাহলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা কোথায় থাকবে ? পশ্চিমবঙ্গের নিচুতলার কোর্টের বিচারপতিদের কী হাল তাহলে আপনারা ভাবুন ৷"
বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, "অত্যন্ত লজ্জাজনক বিষয় । একজন বিচারপতিকে এইভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে ৷ শুধু তাই নয়, তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে ৷ বাড়ির আশেপাশে পোস্টার ফেলা হয়েছে । কেন বিজেপির কর্মীরা গ্রেফতার হলে তারা জামিন পান না, তা পরিষ্কার বোঝা যাচ্ছে । একজন হাইকোর্টের বিচারপতির সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তার আশ্রিত কালো কোট পড়া দুষ্কৃতীরা এই ধরনের আচরণ করছে ৷ একজন বিচারকের এজলাস বন্ধ করে দিচ্ছে ৷ অন্য উকিলদের ঢুকতে দেওয়া হচ্ছে না । তোমরা বয়কট করতে পারো, অন্যদের ঢুকতে দিতে হবে ৷ এটা তো গণতন্ত্র । অন্যদের কী বাধা দেওয়া যায় । গণতন্ত্রে তা সম্ভব না । কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটাই হচ্ছে ।"
বিজেপি ও সিপিএমের সখ্যতা প্রেম পর্যায়ে চলছে ৷ এমনটাই তৃণমূলের মুখপত্রের প্রতিবেদনে লেখা হয়েছে ৷ এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "রাষ্ট্রীয় স্তরে এরা সকলে একসঙ্গে । আমরা এদেরকে সিইউডো সেকুলার বলি ৷ বাংলায় যাকে ছদ্ম ধর্মনিরপেক্ষ বলে । আমরা যারা প্রকৃত ধর্মনিরপেক্ষ, সর্বধর্ম সমভাবে বিশ্বাস করি, তা বিজেপি । আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার । আমাদের সঙ্গে হতে পারে না । বরং ওদের দু'জনের সব কথা আছে । দিল্লিতে গিয়ে দেখবেন ফিসফাই খাওয়া হচ্ছে, কাটলেট খাওয়া হচ্ছে । আগামিদিনে আরও কত কী খাওয়া হবে । পঞ্চায়েত নির্বাচনে যত এগিয়ে আসবে ততই দেখা যাবে ।"
আরও পড়ুন:বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ঢুকতে বাধা, অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের
তিনি মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বলেন, "পঞ্চায়েত ভোট পার হলেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন সোনিয়া গান্ধি, প্রকাশ কারাতের সঙ্গে একসঙ্গে বসে বৈঠক করবেন । রাষ্ট্রপতি নির্বাচনে দেখলেন, একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিজেপি দাঁড় করিয়েছে বলে তাঁর বিরুদ্ধে প্রার্থী দিলেন । প্রস্তাবক হিসাবে প্রকাশ কারাত সই করছেন, সমর্থক হিসাবে সই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রেমটা কোথায় বুঝতে পারছেন । এই প্রেমটা অবৈধ প্রেম । সেটা তলে তলে করে ।"