কোন্নগর, 3 এপ্রিল:রবিবার যে ছবি দেখা গিয়েছিল হাওড়ায়, সোমবার তারই পুনরাবৃত্তি ঘটল হুগলির কোন্নগরে ৷ আবারও পুলিশের বাধার মুখে পড়তে হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ৷ রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রবিবার অশান্ত হয়ে ওঠে হুগলির রিষড়া ৷ সেই ঘটনায় বিজেপির বিধায়ক-সহ বেশ কয়েকজন আহত হন ৷ সোমবার তাঁদের সঙ্গে দেখা করতেই কলকাতা থেকে রিষড়া রওনা দেন সুকান্ত ৷ কিন্তু, এলাকায় ঢোকার আগেই তাঁকে আটকে দেয় পুলিশ ৷ কোন্নগরে ব্যারিকেড করে তারা ৷ তাতে আটকে যায় সুকান্তর কনভয় ৷ ঘটনায় উত্তেজিত বিজেপির কর্মী ও সমর্থকরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷ রীতিমতো ধুন্ধুমার শুরু হয় ৷ এদিন সুকান্তর সঙ্গে ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ৷ তিনি পুলিশের সঙ্গে কথা বলে এলাকায় ঢোকার অনুমতি চাইলেও প্রাথমিকভাবে তাতে কোনও লাভ হয়নি বলে জানা গিয়েছে ৷
এদিকে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, রবিবার রিষড়ায় যে ঘটনা ঘটেছে, তার জন্য তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, কর্মীরাই দায়ী ৷ এমনকী, রবিবারের ঘটনার নেপথ্যে তৃণমূলের স্থানীয় এক কাউন্সিলর ও তাঁর ছেলেও জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন সুকান্ত ৷ তাঁর দাবি, রবিবারের হামলা পূর্ব পরিকল্পিত ৷ সুকান্তর অভিযোগ, রামনবমীর মিছিল চলাকালীন একটি নির্দিষ্ট জায়গায় মিছিলের উপর হামলা চালানো হয় ৷ মিছিল লক্ষ করে পাথর ছোড়া হয় ৷ সুকান্তর প্রশ্ন, এত পাথর এল কোথা থেকে ? তিনি দাবি করেছেন, এখনও এলাকার তৃণমূল নেতা ও কর্মীদের বাড়ির ছাদে পাথর জমানো রয়েছে !