পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Slams Mamata: আর্থিক সংকটের জেরে রাজ্য ছেড়ে পালাতে পারেন মমতা, দাবি সুকান্তর - মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গের আর্থিক সংকটের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) পালিয়ে যেতে পারেন ৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

Sukanta Majumdar Slams Bengal CM Mamata Banerjee on Bengal Economic Crisis
Sukanta Slams Mamata: আর্থিক সংকটের জেরে রাজ্য ছেড়ে পালাতে পারেন মমতা, দাবি সুকান্তর

By

Published : Sep 27, 2022, 4:36 PM IST

হুগলি, 27 সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে চরম আর্থিক সংকট (Economic Crisis) চলছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ মঙ্গলবার হুগলিতে দলের কর্মসূচিতে হাজির হয়ে তিনি এই মন্তব্য করেন ৷

তাঁর দাবি, রাজ্য সরকারের ভাঁড়ার শূন্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) নিজে আর্থিক সমস্যার কারণে রাজ্য ছেড়ে না পালিয়ে যান । অন্য দেশ হলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতো পালিয়ে যেতেন (Sri Lanka Crisis) । সাধারণ মানুষ বঞ্চিত তৃণমূলের নেতা ও বান্ধবীদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে ।

তাঁর আরও দাবি, মঙ্গলবারও কোটি কোটি টাকা গোনা চলছে । হয়তো এর সঙ্গে কোনও তৃণমূল (Trinamool Congress) নেতার যুক্ত থাকার কথা উঠে আসবে ।

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর তরফে সারা রাজ্যে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন (Durga Puja Inauguration) নিয়ে মমতাকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তিনি বলেন, ‘‘উনি কোথাও যাচ্ছেন না । ভার্চুয়ালি পুজো উদ্বোধন করে যাচ্ছেন । আমার জেলার পুজো উদ্বোধন করেছেন । মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যান, তাহলেই বুঝতে পারবেন রাস্তার অবস্থা কী হয়ে আছে ।’’

তিনি এদিন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) ইস্যুতেও প্রতিক্রিয়া দিয়েছেন ৷ আলাপনের মামলার খরচ যে রাজ্য সরকার দিচ্ছে, তা নিয়ে সুকান্তর বক্তব্য, ‘‘আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছের লোক । তাই সাধারণ মানুষ আমার আপনার পকেট কেটে খরচ করা হবে ।’’

Sukanta Slams Mamata: আর্থিক সংকটের জেরে রাজ্য ছেড়ে পালাতে পারেন মমতা, দাবি সুকান্তর

তিনি আরও বলেন, ‘‘আমি আপনি সাধারণ মানুষের ও পরিবহণ কর্মচারীদের বেতন বোনাস দেওয়া হবে না । তাঁদের বাড়িতে আলো জ্বলবে না । মুখ্যমন্ত্রী পরিবার ছাড়া সকলেই ঝালমুড়ি বিক্রি করবে ।’’

তাঁর সঙ্গে এদিন ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ বিজেপিতে (BJP) যোগ দেওয়া এই অভিনেতা বারবার দাবি করছেন যে তাঁর সঙ্গে 21 জন তৃণমূল বিধায়ক যোগাযোগ করেছেন ৷ এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘মিঠুনদার কাছে যদি একুশ জনের নাম থাকে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে 41 জনের কম থাকবে না ।’’

আরও পড়ুন :কোনও ধারাই নবান্ন অভিযানে আটকাতে পারবে না বিজেপিকে, হুঁশিয়ারি সুকান্তর

ABOUT THE AUTHOR

...view details