হুগলি, 27 সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে চরম আর্থিক সংকট (Economic Crisis) চলছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ মঙ্গলবার হুগলিতে দলের কর্মসূচিতে হাজির হয়ে তিনি এই মন্তব্য করেন ৷
তাঁর দাবি, রাজ্য সরকারের ভাঁড়ার শূন্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) নিজে আর্থিক সমস্যার কারণে রাজ্য ছেড়ে না পালিয়ে যান । অন্য দেশ হলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতো পালিয়ে যেতেন (Sri Lanka Crisis) । সাধারণ মানুষ বঞ্চিত তৃণমূলের নেতা ও বান্ধবীদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে ।
তাঁর আরও দাবি, মঙ্গলবারও কোটি কোটি টাকা গোনা চলছে । হয়তো এর সঙ্গে কোনও তৃণমূল (Trinamool Congress) নেতার যুক্ত থাকার কথা উঠে আসবে ।
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর তরফে সারা রাজ্যে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন (Durga Puja Inauguration) নিয়ে মমতাকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ তিনি বলেন, ‘‘উনি কোথাও যাচ্ছেন না । ভার্চুয়ালি পুজো উদ্বোধন করে যাচ্ছেন । আমার জেলার পুজো উদ্বোধন করেছেন । মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যান, তাহলেই বুঝতে পারবেন রাস্তার অবস্থা কী হয়ে আছে ।’’