চুঁচুড়া, 7 অগস্ট: গত 5 অগস্ট চুঁচুড়া খাদিনা মোড়ে বিজেপি'র মিছিলে আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। সেই ঘটনায় চার বিজেপি কর্মী গ্রেফতার হয়। তারই প্রতিবাদে রবিবার প্রতিবাদ কর্মসূচী পালন করে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের বিধায়কের ওপর ৷ সভা শেষে চুঁচুড়া হাসপাতালে ভর্তি বিজেপি নেতা রাজীব নাগকে দেখতে যান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Slams Asit Mazumdar)।
সুকান্ত মজুমদার বলেন, "আমি জামিন করাব আপনাদের। পুলিশকে হুঁশিয়ারি দিতে চাই আইন ভঙ্গের জন্য ৷ বিজেপিকে দায়ী করবেন না। পার্টি আপনাদের পাশে থাকবে। মুখ্যমন্ত্রী হাজার কোটি টাকা চাইতে গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। হাজার কোটি টাকা নিয়ে আসবেন আর ওনার মন্ত্রীরা বান্ধবীদের ফ্ল্যাটে জমাবেন । এই সমস্ত চোর বিধায়ক নেতারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ চুরি করছে।"