পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 7, 2022, 11:06 PM IST

ETV Bharat / state

Sukanta Slams MLA Asit Majumdar: দলের কর্মীদের মার খাওয়া প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে একহাত সুকান্তের

রবিবার চুঁচুড়ায় একটি প্রতিবাদ মিছিলে যোগ দেন সুকান্ত মজুমদার। মিছিল শেষে ঘরির মোড়ে সভা করেন তিনি। সেখানেই চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে আক্রমণ করেন (Sukanta Majumdar Slams Asit Mazumdar)।

Sukanta Slams MLA Asit
দলের কর্মীদের মার খাওয়া প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অসিতকে একহাত নিলেন সুকান্ত

চুঁচুড়া, 7 অগস্ট: গত 5 অগস্ট চুঁচুড়া খাদিনা মোড়ে বিজেপি'র মিছিলে আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। সেই ঘটনায় চার বিজেপি কর্মী গ্রেফতার হয়। তারই প্রতিবাদে রবিবার প্রতিবাদ কর্মসূচী পালন করে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের বিধায়কের ওপর ৷ সভা শেষে চুঁচুড়া হাসপাতালে ভর্তি বিজেপি নেতা রাজীব নাগকে দেখতে যান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Slams Asit Mazumdar)।

সুকান্ত মজুমদার বলেন, "আমি জামিন করাব আপনাদের। পুলিশকে হুঁশিয়ারি দিতে চাই আইন ভঙ্গের জন্য ৷ বিজেপিকে দায়ী করবেন না। পার্টি আপনাদের পাশে থাকবে। মুখ্যমন্ত্রী হাজার কোটি টাকা চাইতে গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। হাজার কোটি টাকা নিয়ে আসবেন আর ওনার মন্ত্রীরা বান্ধবীদের ফ্ল্যাটে জমাবেন । এই সমস্ত চোর বিধায়ক নেতারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ চুরি করছে।"

তৃণমূল বিধায়ক অসিতকে একহাত নিলেন সুকান্ত

আরও পড়ুন:দলের কোপে পড়ে পকেটে বোরোলিন নিয়ে ঘুরছেন কুণাল !

তিনি আরও বলেন, "শাসকদলের কর্মীরা গাড়ি থেকে নেমে 68 বছরের বৃদ্ধ সত্য রঞ্জন হালদারকে মারধর করেছে। একজন মহিলার উপর আক্রমণ হলে কী কী ধারা হয় সেটা এখানকার সিপিকে মনে করিয়ে দিয়েছি। 5 অগস্টের পরদিনই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে গুলি চলল। কারা গুলিটা চালিয়েছে, আপনি-আমি সবাই জানে কিন্তু পুলিশ জানে না। যারা গুলি চালিয়েছে, তারা এখানকারই বিধায়কের ঘরের লোক, পাড়ার লোক, তারাই গুলি কাণ্ডে জড়িত।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details