পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: পুরানো চোররা জেলে, নতুন চোর খুঁজতে এসেছেন অভিষেক; হুগলিতে কটাক্ষ সুকান্তর - বিজেপি রাজ্য সভাপতি

বিজেপির জনসম্পর্ক অভিযানে গিয়ে অভিষেককে আক্রমণ সুকান্তর ৷ ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সাহায্যের নামে তৃণমূলের দুই হাজার টাকার নোট বিলি প্রসঙ্গেও একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি ৷

Etv Bharat
Sukanta Majumdar

By

Published : Jun 7, 2023, 4:19 PM IST

Sukanta Majumdar

হুগলি, 7 জুন:তিনদিন ধরে নবজোয়ার এবং গ্রাম জনসংযোগ যাত্রায় হুগলিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের সেই সফর নিয়েই তৃণমূলকে দুষল বিজেপি ৷ আর এই জেলা থেকে নিয়োগ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন কুন্তল এবং শান্তনু। অভিষেকের হুগলি জেলা সফর নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কটাক্ষের সুরে তিনি জানান, পুরনো চোররা জেলে ঢুকে গিয়েছে। তাই নতুন চোর খুঁজতে এসেছেন অভিষেক।

আরামবাগ, পোলবা হয়ে বলাগড়ে বুধবার রাতে অধিবেশন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে, এই জেলা থেকেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ আর শান্তনু বন্দ্যোপাধ্যায় ৷ আর তা নিয়েই অভিষেককে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার ৷ কেন্দ্রে বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষ্যে জনসম্পর্ক অভিযানে এদিন চুঁচুড়ায় কবি অরুণ চক্রবর্তীর বাড়িতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কবির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিজেপির নয় বছর পূর্তির পুস্তিকা তুলে দেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই অভিষেককে আক্রমণ করে সুকান্ত বলেন, "যারা টাকা কালেকশন করে পৌঁছে দেবে। এর জন্য লোক ও এজেন্ট লাগবে। এখানে আরামবাগে তো লোকই নেই! জনজোয়ার কোথায় ? জনভাটা চলছে এখন।" মঙ্গলবার ট্রাক্টরে বসে রোড-শো করেন অভিষেক। তা নিয়েও এদিন কটাক্ষ ছুড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার ৷

এদিন সুকান্ত বলেন, "ট্রাক্টর তো চালাতে জানতে হবে। ট্রাক্টরের সাইডে বসে গিয়ে কী হবে ? ওখানে তো কৃষকের বউরা বসে।" একইসঙ্গে, পঞ্চায়েত ভোটে যে অশান্তি হবেই তা নিয়ে ফের একবার আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি ৷ তিনি জানান, তৃণমূলের কংগ্রেস জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। একই সঙ্গে, সুকান্তের দাবি, নবজোয়ারে যে ভোট হচ্ছে, তা শুধুমাত্র পক্ষে-বিপক্ষের লোকরা যাতে ওখানে আসে ভিড় জমায় তার জন্যই ৷ ভোট যদি না হয়, যেটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ারে লোক হচ্ছে, সেটুকুও হবে না বলে সাফ জানিয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় সরকারের নয় বছর উদযাপন উপলক্ষ্যে সমাজের বিশিষ্ট মানুষদের সম্মান জানাচ্ছে বিজেপি ৷ এদিন সুকান্ত মজুমদার তাঁর বাড়িতে আসার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই কবি অরুণ চক্রবর্তী ৷ তিনি জানান, তাঁর দীর্ঘ কবি জীবনে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে। দল মত নির্বিশেষে অনেকে তাঁর বাড়িতেও এসে দেখা করেছেন। সুতরাং সুকান্ত মজুমদার তাঁর বাড়িতে আসায় নতুনত্ব কিছু নেই ৷ পাশাপাশি এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই বলেও জানান অরুণ চক্রবর্তী।

আরও পড়ুন:বাংলাকে প্রণাম জানাতে যোগীরাজ্যে চালু দিদি ক্যাফে, কটাক্ষ কুণালের

অন্যদিকে, রেল দুর্ঘটনায় আহত এবং নিহতের পরিবারকে যেভাবে দুই হাজার টাকার নোট দিয়ে তৃণমূলের পক্ষ থেকে সাহায্য করা হয়েছে তা নিয়েও এদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একহাত নিয়েছেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "দুর্ঘটনাগ্রস্থ পরিবারের হাতে দুই হাজার টাকার নোট দেওয়া মানে তাদের নতুন করে ঝামেলায় ফেলে দেওয়া ৷ দুই হাজার টাকার নোট অবশ্যই বৈধ কিন্তু 30 সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ৷ নতুন করে অসহায় মানুষগুলোকে এই টাকা দিয়ে তাদের বিড়ম্বনা বাডা়নো ছাড়া তৃণমূলের আর কোনও কাজ নেই।" একই সঙ্গে সুকান্ত প্রশ্ন তুলেছেন, "তৃণমূল এত দুই হাজার টাকার নোট পাচ্ছেন কোথা থেকে ?"

ABOUT THE AUTHOR

...view details