পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar in Controversy: মাধ্যমিকের সময় মাইক বাজিয়ে পাড়ায় বিজেপির কর্মসূচি, তুঙ্গে তরজা

বৃহস্পতিবার থেকে শুরু হয়ছে মাধ্যমিক পরীক্ষা ৷ সরকারি নির্দেশ অনুযায়ী পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে মাইকের ব্যবহার বন্ধ (Controversy on Sukanta Majumdar)৷ অথচ হুগলির উত্তরপাড়ায় সুকান্ত মজুমদারের সভায় মাইক বাজানো হল । আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷

Sukanta Majumdar
বিজেপির কর্মসূচি

By

Published : Feb 24, 2023, 7:31 AM IST

Updated : Feb 24, 2023, 12:14 PM IST

মাইক বাজিয়ে পাড়ায় বিজেপির কর্মসূচি

হুগলি, 24 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে । পরীক্ষা শুরুর 72 ঘণ্টা আগে থেকে মাইক বা কোনওরকম সাউন্ড বক্স বাজানোয় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। অথচ সেসব কিছুর তোয়াক্কা না করে পরীক্ষা শুরুর দিনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মাইক বাজিয়ে সভা করার অভিযোগ তুলল তৃণমূল (Sukanta Majumdar Meeating) ৷ উত্তরপাড়া-1 মন্ডলের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বারুজীবী এলাকার ঘটনা ৷

পরীক্ষা চলাকালীন বক্স বাজানো বন্ধ থাকে সরকারি নির্দেশে । কিন্তু বিজেপির এই কর্মসূচিতে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতারা । বিকেল চারটের সময় সময় সভা হওয়ার কথা থাকলেও সুকান্ত মজুমদার এসে পৌঁছলেন সন্ধ্যা সাড়ে ছ’টার পর । সভায় ভিড় বাড়তে থাকে। মাইক বাজিয়ে চলতে থাকে সভা। এদিকে মাইক বাজানোর অভিযোগ পেয়ে সুকান্ত মজুমদার সভা স্থলে আসেন উত্তরপাড়া থানার আইসি পার্থ সিকদার । তিনি সাউন্ড বক্স বন্ধ করতে বলেন । বিজেপি কর্মীদের সঙ্গে তা নিয়ে তর্কা- বিতর্কের সৃষ্টি হয় ৷ যদিও বক্স বাজানো বন্ধ হয়নি । তৃণমূলের অভিযোগ, রাজনীতির স্বার্থে মানুষের ভালো মন্দ না-বুঝে মাইক বাজিয়েই সভা করেছে বিজেপি ।

আরও পড়ুন:চাকরির নামে যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের গাছে বাঁধার নিদান দিলীপের

যুব তৃণমূল নেতা শতদ্রু কর বলেন, "সুকান্ত মজুমদার একজন সাংসদ ও অধ্যাপক । তিনি জানেন না মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব! দলের কর্মীদের নিয়ে সভা বা বৈঠক করতেই পারেন । কিন্তু মাইক বাজিয়ে কেন ? খালি মুখেও তো করতে পারতেন । মাধ্যমিক শুরু হয়েছে তার মধ্যে সন্ধ্যায় বক্স বাজিয়ে সভা করছেন। এতেই বোঝা যায় বিজেপি রাজনীতি করতেই এসেছে । মানুষের সুবিধা অসুবিধা বা ভালো মন্দ ওদের কিছু যায় আসে না।" পালটা উত্তরে সুকান্ত বললেন, "আমরা কোথাও লাউড স্পিকার ব্যবহার করিনি । ছোট বক্স ব্যবহার করছি । এখানকার আওয়াজ বাইরে যাচ্ছে না । তাছাড়া আমরা খোঁজ নিয়েছি এইটুকু মধ্যে কোনও পরীক্ষার্থী নেই ।"

Last Updated : Feb 24, 2023, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details