হুগলি, 16 মে: এগরার ঘটনা নিয়ে এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি এই বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন । এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সুকান্ত ৷ তাঁর অভিযোগ, বাজি কারখানা নয়, তৃণমূল নেতার কারখানায় বোমা তৈরি করা হচ্ছিল ৷ সেই সময়ই ঘটে ভয়াবহ বিস্ফোরণ ৷
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরা ৷ বাজি কারখানায় আচমকা বিস্ফোরণের পর গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় ৷ বেশ কয়েকটি দেহ আশপাশে পড়ে থাকতে দেখা যায় ৷ বিস্ফোরণে জখমও হন অনেকে ৷ এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় ও পুলিশকর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা ৷
এই ঘটনার জন্য শাসকদলকে দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ হুগলিতে গিয়ে তিনি বলেন, গোটা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করেছে তৃণমূল কংগ্রেস ৷ এ ধরনের ঘটনা শুধু এ রাজ্যেই দেখা যায় ৷ এটা শাসক দলের পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার ৷ তাঁর কথায়, "ক্ষত-বিক্ষত দেহ পড়ে রয়েছে ৷ এরপর দেহ লোপাট হবে ৷ আমরা এর এনআইএ তদন্তের দাবি করছি ৷ আমি মাননীয় গৃহমন্ত্রীকে চিঠি লিখছি ৷"