আরামবাগ, 16 নভেম্বর : ভ্যাকসিনেশনের শংসাপত্র না থাকায় প্রথমদিন কলেজে ঢুকতে পারলেন না হুগলি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ারা ৷ কলেজ জীবনের প্রথমদিনেই কলেজের গেট থেকে ফিরে যেতে হল অধিকাংশ পড়ুয়াকে ৷ আর এনিয়ে ক্ষোভপ্রকাশ করে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন পড়ুয়ারা ৷ মহকুমা শাসক কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন ৷
জানা গিয়েছে, দীর্ঘ লকডাউনের পর এদিন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ারা প্রথমবার কলেজে ক্লাস করার জন্য যান ৷ কিন্তু, কলেজের গেটে প্রবেশের আগে তাঁদের কাছে ভ্যাকসিনেশনের শংসাপত্র চাওয়া হয় ৷ বহু পড়ুয়াই সেই সার্টিফিকেট দেখাতে না পারায়, তাঁদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ ফলে পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন ৷ বিষয়টি জানতে পেরে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন কলেজের ছাত্র ইউনিয়নের নেতা সৈয়দ আশিক হোসেন ৷ তিনি দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছেন ৷
আরও পড়ুন : Schools Reopen: স্কুল খোলায় খুশির হাওয়া রায়গঞ্জে, উদ্বেগ কাটছে না অভিভাবকদের
এবিষয়ে কলেজ ফেরত পড়ুয়া জানিয়েছেন, কারও বয়স বা কারও শারীরিক অসুস্থতার কারণে কলেজের ভ্যাকসিন ক্যাম্পে তাঁরা যেতে পারেননি ৷ স্বাভাবিকভাবে তাঁদের ভ্যাকসিন হয়নি ৷ কিন্তু, এদিন তাঁরা কলেজে গেলে, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ ফলে এবার কীভাবে পড়ুয়ারা ক্লাস করবেন, তা বুঝে উঠতে পারছেন না কেউ ৷ বিষয়টি প্রশাসনের নজরে আসা উচিত বলেও জানিয়েছেন তাঁরা ৷ পড়ুয়ারা যাতে কলেজে ক্লাস করতে পারে তার জন্য প্রশাসন সদর্থক পদক্ষেপ নিক এমনটাই চাইছেন অভিভাবকরাও ৷
আরও পড়ুন : School Reopening : আসানসোলের স্কুলে স্যানিটাইজারের সঙ্গে ফুল আর মিষ্টিতে স্বাগত পড়ুয়াদের
এনিয়ে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অসীমকুমার দে বলেন, ‘‘কিছু ছাত্রছাত্রীর গাফিলতির কারণে সমস্যা হয়েছে ৷ তবে বিষয়টি নজরে এসেছে ৷ দ্রুত সমাধান করার চেষ্টা চলছে ৷’’ এবিষয়ে তৃণমূল ছাত্র নেতা সৈয়দ আশিক হোসেন বলেন, ‘‘ছাত্রছাত্রীদের নিয়ে তিনি মহকুমা শাসকের দ্বারস্থ হচ্ছেন ৷ কিছু ভুল বোঝাবুঝির কারণে হয়তো সমস্যা হয়েছে ৷ তবে, ছাত্রছাত্রীরা যাতে কলেজে ক্লাস করতে পারেন তার ব্যবস্থা করা হবে ৷’’