হুগলি, 7 জানুয়ারি: স্কুলের ছাত্রীদের সঙ্গে অভব্য ব্যবহারের প্রতিবাদে ক্লাস বয়কট ও বিক্ষোভ পড়ুয়াদের (Student Boycott class to Protest Misbehavior with Female Students)। অভিযোগের তির স্কুলেরই অশিক্ষক কর্মী মন্টু মণ্ডলের বিরুদ্ধে । হুগলির খন্যানে একটি স্কুলের ঘটনা ৷ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় ওই স্কুলে ৷ প্রতিবাদে শনিবার ক্লাস বয়কট করেন ছাত্রীরা ৷
অভিযোগ, দীর্ঘ দিন ধরেই স্কুলের ওই অশিক্ষক কর্মী ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করত (Agitation in school) ৷ এমনকী বিভিন্ন সময়ে ছাত্রীদের উপর ছড়াও হত ৷ কখনও কখনও ছাত্রীদের ফোন করে ডেকে অশালীন ব্যবহার করত ৷ এমনকী স্কুলের শিক্ষকরা ছাত্রীদের না মারলেও অশিক্ষক ওই কর্মী মারধর পর্যন্ত করতেন ছাত্রী এনটাই অভিযোগ । কখনও কখনও শিক্ষিকাদের জামা কাপড় নিয়ে প্রশ্ন তুলতেন এই অশিক্ষক কর্মী । অভিভাবকরা প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানালেও ওই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি স্কুলের প্রধান শিক্ষিকা ৷ অভিযোগ ছাত্রীদের। তাই বাধ্য হয়েই শনিবার ক্লাস বয়কট করে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷