পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Students Beaten by Teacher: খেলতে খেলতে ভাতের থালায় পড়ে যাওয়ায় ছাত্রছাত্রীদের বেধড়ক মার শিক্ষকের

বাচ্চারা নিজেদের মধ্যে খেলা করছিল ৷ সেই সময় স্কুলে চলছিল মিড-ডে মিলও (Midday Meal) ৷ কয়েকজন ছাত্রছাত্রী বসে ভাত খাচ্ছিল ৷ তখনই খেলা করতে থাকা বাচ্চারা পড়ে যায় ভাতের মধ্যে ৷ আর তাই উত্তেজিত হয়ে স্কুলের দায়িত্বে থাকা শিক্ষক বেধড়ক মারধর করে ওই ছাত্রছাত্রীদের (Students Beaten by Teacher) ৷ শুধু তাই নয়, মারের পর দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন ওই বাচ্চাদের ৷ এরপরই বাড়ি ফিরে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে ৷ তাতে ক্ষুব্ধ অভিভাবকরা ৷

Students Beaten by Teacher
ছাত্রছাত্রীদের বেধড়ক মার শিক্ষকের

By

Published : Sep 3, 2022, 9:30 PM IST

আরামবাগ, 3 সেপ্টেম্বর: মিড-ডে মিল খাওয়ার সময় নিজেদের মধ্যে খেলতে খেলতে এক ছাত্রের খাবারের উপর পড়ে যায় কয়েকজন ছাত্রছাত্রী ৷ আর সে কারণে প্রায় 14 জন ছাত্রকে বেধড়ক মারধর করে প্রখর রোদে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠল বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় প্রহৃত ওই ছাত্রছাত্রীদের অধিকাংশই অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। যার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে আরামবাগের সামতা এলাকায় (Students Beaten by Teacher in Arambag)।

অভিযোগ এই এলাকার সামতা মুসলিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়দ্বীপ মাইতির বিরুদ্ধে। ঘটনার জেরে ক্ষুব্ধ অভিভাবক, অভিভাবিকারা। তাঁদের মতে,অনান্যদিনের মতো শুক্রবারও স্কুলে মিড-ডে মিল চলাকালীন নিজেদের মধ্যে খেলতে খেলতে এক ছাত্রের ভাতের থালায় পড়ে যায় ছাত্রছাত্রী। আর এই অপরাধে তাদের কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করে সংশ্লিষ্ট দিনে মিড-ডে মিলের (Midday Meal) দ্বায়িত্বপ্রাপ্ত ওই শিক্ষক।

ভাতের থালায় পড়ে যাওয়ায় ছাত্রছাত্রীদের বেধড়ক মার শিক্ষকের

মারধরের পর ছাত্রছাত্রীদের দীর্ঘক্ষণ প্রখর রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় বলেও অভিযোগ। অবশেষে স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদ করলে ওই বাচ্চাদের বিদ্যালয়ের দোতলায় নিয়ে চলে যান ওই শিক্ষক। আর এরপর থেকেই বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েছে ওই ছাত্রছাত্রীরা। যদিও বিষয়টির গুরুত্ব বুঝে শনিবার ওই ছাত্রছাত্রীদের বাড়িতে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (Head Master) মফিজুল ইসলাম খান। তারপর প্রধান শিক্ষকের দাবি, কেউ অসুস্থ হয়নি। এদিনও সকলেই বিদ্যালয়ে উপস্থিত রয়েছে।

আরও পড়ুন:দ্বাদশ শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব, অভিযুক্ত প্রধান শিক্ষক

ABOUT THE AUTHOR

...view details