চন্দননগর, 9 অক্টোবর : ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে ৷ মাকে বিদায় দেওয়ার পালা ৷ শরতের আকাশে বাতাসে আগমনির সুরকে যেন এক বিষাদের সুর গ্রাস করেছে ৷ তবে সেই বিষাদের সুরের মাঝেই আবার বেজে উঠেছে বোধনের শঙ্খধ্বনি ৷ গতকাল থেকেই জগদ্ধাত্রীর কাঠামো পুজো শুরু হয়েছে চন্দননগরে ৷
বিদায়ের বিষাদের মাঝে বোধন, শুরু জগদ্ধাত্রীর কাঠামো পুজো - বড়বাজার ও বোরো কালিতলায় দশমীর সকাল
মাকে নিরঞ্জন দিয়ে এসেই নতুন উদ্য়মে জগদ্ধাত্রীর কাঠামো পুজোয় মাতল চন্দননগরবাসী ৷ গতকাল একইসঙ্গে দুই ছবি উঠে এল চন্দনগরে ৷ একদিকে চলছে দেবীবরণ, সিঁদুর খেলা আর অন্য়দিকে চলছে কাঠামো পুজো ৷
মাকে নিরঞ্জন দিয়ে এসেই নতুন উদ্য়মে জগদ্ধাত্রীর কাঠামো পুজোয় মাতল চন্দননগরবাসী ৷ গতকাল একইসঙ্গে দুই ছবি উঠে এল চন্দনগরে ৷ একদিকে চলছে দেবীবরণ, সিঁদুর খেলা আর অন্য়দিকে চলছে কাঠামো পুজো ৷ এরপর এই কাঠামোয় কাদা, খড় পড়বে ৷ গড়ে উঠবে মায়ের মূর্তি ৷ আবার মাতৃ আরাধনায় মেতে উঠবে চন্দননগরবাসী ৷ আর জগদ্ধাত্রী পুজো মানেই চোখ ধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল মণ্ডপ ৷ কোথাও থিমের কারুকার্য, কোথাও আবার ডাকের সাজে সজ্জিত মা জগদ্ধাত্রীকে দেখতে ভিড় করে দর্শনার্থীরা ৷
প্রতিবছরের মতো এবারও বড়বাজার ও বোরো কালিতলায় দশমীর সকাল থেকেই কাঠামো পুজো শুরু হয়েছে । বোরো কালিতলা এবার পঞ্চাশ বছরে পা দিল ।