হুগলি, 1 সেপ্টেম্বর : হিমঘরে বর্ধিত মাশুল না নেওয়ার সিদ্ধান্তে বনধ প্রত্যাহার করল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি । রাজ্যের আলু ব্যবসায়ীদের দাবি মেনে তাঁরা এই বনধ প্রত্যাহার করেন ।
কৃষি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী আজ থেকে হিমঘরে মজুত করা আলুর বর্ধিত মাশুল নেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশন । এর প্রতিবাদে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বনধের সিদ্ধান্ত নেয় । পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে কৃষি দপ্তর ও হিমঘর অ্যাসোসিয়েশনের কাছে বর্ধিত মাশুল না নেওয়ার জন্য আবেদনও জানানো হয় । এরপরই 30 অগাস্ট রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের সঙ্গে আলোচনায় ঠিক হয় বর্ধিত মাশুল কার্যকর করা হবে না ।