হুগলি, 22 মে: জল ও বিদ্যুতের দাবিতে সকাল থেকে দফায় দফায় GT রোড অবরোধ করলেন একাধিক এলাকার বাসিন্দারা । উত্তরপাড়ায় কোতরংয়ের কাছে GT রোডে অবরোধ করেন সেখানকার বাসিন্দারা । এদিকে চন্দননগর কোর্ট মোড়ের কাছে GT রোডে একই দাবিতে বিক্ষোভ দেখান বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা । পরে উত্তরপাড়া ও চন্দননগর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
আমফানের জেরে বিদ্যুৎহীন এলাকা । নেই ইন্টারনেট পরিষেবা। জেলার একাধিক পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে । এই অবস্থায় আজ কোন্নগর পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা । পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে বচসা হয় । বাসিন্দাদের অভিযোগ, 48 ঘণ্টা কেটে গেলেও জল ও বিদ্যুৎ নেই । অন্যদিকে একই দাবিতে উত্তরপাড়ায় কোতরংয়ের কাছে GT রোডে অবরোধ করেন সেখানকার বাসিন্দারা । চন্দননগর কোর্ট মোড়ের কাছেও GT রোড অবরোধ করা হয়।