আরামবাগ, 30 মে :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা ও বোনের সম্পর্ক । বিজেপি নিজেদের নোংরা রাজনীতির জন্য তাঁদের একসঙ্গে কাজ করতে দিচ্ছে না ৷ আরামবাগ থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ৷
2021-এর নির্বাচনের পর রাজনৈতিক পর্যালোচনা হয়েছে । আর এই কঠিন পরিস্থিতিতে করোনা আর যশের বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে, কিন্তু রাজ্য বিজেপি তা কোনও ভাবেই চাইছে না বলে দাবি তৃণমূল এই সাংসদের ।
অপরূপা পোদ্দার বলেন, "কলাইকুণ্ডায় দিদি চেয়েছিলেন রাজ্যের উন্নতির জন্য এই পরিস্থিতি নিয়ে মোদিজির সঙ্গে বৈঠক করতে । কিন্তু রাজ্য বিজেপি এটা করতে দেয়নি । দাদা দিদি একসঙ্গে মিলে যদি বাংলার হয়ে কাজ করে তাহলে তাদের নোংরা রাজনীতি করতে পারবে না তাই দাদা বোনকে একসঙ্গে বৈঠক করতে দেয়নি রাজ্য বিজেপি ৷"
আরামবাগ থেকে রাজ্যে বিজেপিকে কটাক্ষ তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের আরও পড়ুন :তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ, আটক বেশ কয়েকজন
অন্যদিকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে নেওয়া প্রসঙ্গে তিনি বলনে, "রাজ্যের মুখ্যসচিবকে কেন্দ্র ডেকে নেওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হবে বাংলার মানুষের । কারণ করোনা পরিস্থিতিতে যেভাবে তিনি কাজ করেছেন, তাঁর কাছে পুরো মেশিনারি রয়েছে । এই সময় তাঁকে ডেকে নেওয়া মানে বাংলার ক্ষতি করা । বিজেপি নির্বাচনে পরাজয়ের ফলেই এটা করছে । যা বাংলার মানুষ মেনে নেবে না । বাংলার মানুষের কথা ভেবে ভারতের প্রধানমন্ত্রী এই বিষয় বিবেচনা করুন এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন ।"