সিঙ্গুর, 3 জুন : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে শুরু হল পরিযায়ী শ্রমিকদের হাতে জবকার্ড তুলে দেওয়ার কাজ । রাজ্যের মধ্যে প্রথম এই কাজ শুরু হল হুগলিতে । ভিন রাজ্য থেকে জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষে হাতে তুলে দেওয়া হল জব কার্ড ।
হুগলিতে শুরু পরিযায়ী শ্রমিকদের হাতে জবকার্ড তুলে দেওয়ার কাজ - জবকার্ড
আজ সকালে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের MGNREGA প্রকল্পে কাজের জন্য নতুন জব কার্ড তুলে দেওয়া হল । জেলার 18টি ব্লকের 51টি গ্রাম পঞ্চায়েতের 10হাজার 172জন পরিযায়ী শ্রমিকের হাতে জব কার্ড তুলে দেওয়া হয় ।
![হুগলিতে শুরু পরিযায়ী শ্রমিকদের হাতে জবকার্ড তুলে দেওয়ার কাজ started distribution of job cards](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7460632-thumbnail-3x2-hgl.jpg)
আজ সকালে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের MGNREGA প্রকল্পে কাজের জন্য নতুন জব কার্ড তুলে দেওয়া হল । জেলার 18টি ব্লকের 51টি গ্রাম পঞ্চায়েতের 10হাজার 172জন পরিযায়ী শ্রমিকের হাতে এদিন জব কার্ড তুলে দেওয়া হয় । সিঙ্গুর থানার অন্তর্গত বাসুবাটি গ্রাম পঞ্চায়েতের মধুবালা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পরীযায়ী শ্রমিকদের হাতে জব কার্ড তুলে দেন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও । উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমন, হরিপালের বিধায়ক বেচারাম মান্না, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা উত্তরপাড়া পুরসভার প্রশাসক দিলীপ যাদব, মহকুমা শাসক সহ অতিরিক্ত জেলাশাসক এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ।
হুগলি জেলাশাসক জানিয়েছেন, লকডাউনের জেরে কাজ বন্ধ। ভিন রাজ্য থেকে হুগলিতে ফিরে এসেছেন 35 হাজার পরিযায়ী শ্রমিক । তাদের 100 দিনের কাজে লাগানো হবে । এই কাজে স্কিল লেবার আর আনস্কিল লেবার দুই কাজ করবে । সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষে জবকার্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশ অনুযায়ী জেলার পরিযায়ী শ্রমিকদের জবকার্ড বিতরণ করা হল । ঘূর্ণিঝড় আমফানে জেলার সত্তর হাজারের বেশি হাজার গাছ নষ্ট হয়েছে, সেই ক্ষতির কথা মাথায় রেখে সকল শ্রমিকের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে চারা গাছ ।