আরামবাগ, 3 জুন : হঠাৎই দুপুরে এলাকায় হাজির এক ঝাঁক উর্দিধারী । প্রাথমিকভাবে আতঙ্কিত হয়েছিলেন এলাকার মানুষ । সোজা গ্রামে ঢুকে মানুষের সঙ্গে কথা বললেন পুলিশকর্তারা । ভোট-পরবর্তী এলাকায় পরিবেশ কেমন রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নিলেন বিশেষ পুলিশের এই পর্যবেক্ষক দল । বৃহস্পতিবার আরামবাগের হিয়াতপুর, চন্দ্রবান সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখলেন পুলিশের এই স্পেশাল টিম ।
প্রতিনিধি দলে ছিলেন বর্ধমান রেঞ্জের স্পেশাল আইজি ভরতলাল মীনা, হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার অমন্দীপ সিং, অতিরিক্ত পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া, আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল, আইসি পার্থসারথি হালদার সহ বিশাল পুলিশবাহিনী । এ বিষয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তারা অবশ্য সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কোনও কিছুই বলতে রাজি হননি । তবে এলাকার মহিলারা জানিয়েছেন, পুলিশ তাঁদের সঙ্গে এসে কথা বলেছে । ভোটের ফল ঘোষণার পর কার্যত পুরুষশূন্য গ্রাম । আতঙ্কে কোনওরকমে দিন কাটছে তাঁদের । তাঁরা পুলিশকে সব বিষয়টি বলেছেন । এলাকায় তাঁরা শান্তি চান ।
তবে অনেকে বলছেন, এমন কী ঘটনা ঘটল যার জন্য ভরদুপুরে স্পেশাল আইজিকে ভোট-পরবর্তী অশান্তির রিপোর্ট আনতে আসতে হল । মহকুমার আরও অনেক এলাকাতেও ভোট-পরবর্তী অশান্তি হয়েছে, এমনকি ফল ঘোষণার পর জেলায় রাজনৈতিক খুনের মতো ঘটনা ঘটেছে । তাহলে কেন আরামবাগ মহকুমার মধ্যে কেবলমাত্র হিয়াতপুর ও পার্শ্ববর্তী গ্রামে রিপোর্ট নিতে আসতে হল পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকার মানুষের মধ্যে ।