পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলে দ্বন্দ্ব ছিল-আছে, থাকবে; কোন প্রসঙ্গে এই মন্তব্য কৃষিমন্ত্ৰীর ? - তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব

Sovandeb Chattopadhyay on TMC Inner Conflict: 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস থেকেই তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে ৷ নবীন-প্রবীণ নেতাদের দ্বন্দ্ব নিয়ে এবার কী বললেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ৷

Etv Bharat
শোভনদেব চট্টোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 9:59 PM IST

দলে নবীন প্রবীণ দ্বন্দ্বে শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য

উত্তরপাড়া, 2 জানুয়ারি: "আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আছে ৷ আগামিদিনেও থাকবে ৷" উত্তরপাড়া পৌরসভা থেকে বেরোবার সময় মঙ্গলবার একথাই বললেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।

লোকসভা ভোটের আগে 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চে প্রবীণ নেতাদের বক্তব্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সামনে এসেছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ না খুললেও তৃণমূলের একাধিক নেতার বক্তব্যে পরিষ্কার যে দলের অন্দরে বিরোধ বেড়েই চলেছে । বয়সের সময়সীমা-সহ লোকসভার প্রার্থী বাছাইয়ের নিয়ে দলের মধ্যে চাপা অসন্তোষ রয়েছে । তৃণমূলে এই সব নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় । আর সেই বিষয়েই তৃণমূলের প্রবীণ নেতা তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মঙ্গলবারের মন্তব্য তৃণমূলের দ্বন্দ্বকে আরও প্রকট করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ তাঁর কথায়, "পৃথিবীর সব দলে দ্বন্দ্ব আছে । দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন । আমাদের লড়াই পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে শূন্যে নামিয়ে আনা ।"

মঙ্গলবার উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের সঙ্গে দেখা করেন কৃষিমন্ত্রী । তাঁদের মধ্যে প্রায় আধঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয় । যদিও কিসের জন্য এই আলোচনা সেটা এখনও পরিষ্কার নয় । তবে মমতা ও অভিষেকের যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সেই নিয়ে সাংবাদিকদের প্রশ্নে শোভনদেব বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও দ্বন্দ্ব নেই । তাদের মধ্যে লড়াই বলে যেভাবে প্রচার হচ্ছে সেটা ঠিক নয় । মমতাকে আমাদের নেত্রী চাই ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমাদের সমানভাবে চাই । কর্মীদের বলব রাস্তায় নেমে মানুষকে বলুন এই স্বৈরাচারী সরকার যদি থাকে তাহলে আমাদের বাকরুদ্ধ হয়ে যেতে হবে ।"

এদিন পৌরসভায় হঠাৎ কী কারণে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আসেন সেটাও পরিষ্কার নয় । যদিও গত কয়েকদিন ধরেই তৃণমূলে ফের যোগ দেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান পিনাকী ধামালির । তিনি পৌরসভা ভোটে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে জয় লাভ করেছেন । ফের উত্তরপাড়া খাদ্য ও শিল্পমেলায় তৃণমূলের হুগলি ও শ্রীরামপুর জেলা সভাপতি অরিন্দম গুইনের সঙ্গে উদ্বোধন করতে দেখা গিয়েছে পিনাকীকে । তাঁর ফের তৃণমূল আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছে । যদিও দিলীপ যাদব কিছু বলতে চাননি । এটা নিছক সাক্ষাৎ বলে জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন :

ABOUT THE AUTHOR

...view details