পাণ্ডুয়া, 16 জুলাই : ছেলের হাতে খুন হলেন মহিলা । মৃতের নাম হাজিরা বিবি । অভিযুক্ত যুবকের নাম সুকুর মল্লিক । ঘটনাটি পাণ্ডুয়ার বোস পাড়ার ।
গতকাল সন্ধ্যায় জামাইবাবু আনোয়ার মল্লিকের সঙ্গে ঝগড়া হয় সুকুরের । এরপর রাত 10টা নাগাদ সে বাড়িতে কাটারিতে ধার দিচ্ছিল । হাজিরা বিবি তাকে কাটারিতে ধার দিতে নিষেধ করেন । তা নিয়ে দু'জনের বচসা বাধে । সেই সময় হাজিরা বিবি কাটারি কেড়ে নিতে গেলে তাঁর মুখের ডান দিকে চালিয়ে দেয় ওই যুবক । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হাজিরা বিবি । তাঁকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।