খানাকুল, 1 ফেব্রুয়ারি :মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিপুর পঞ্চায়েতের দাসপুর গ্রামে । মৃতার নাম ছবিতা পাত্র । জানা গিয়েছে, ছেলে মদ্যপ অবস্থায় মাকে গলা টিপে খুন করেছে (Son allegedly murders mother in Khanakul Hooghly) ।
সোমবার সকালে বাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় ছবিতাকে । তাঁর পরিবারের অভিযোগ, অন্যদিনের মতো রবিবার রাতেও ছেলের সঙ্গেই শুয়েছিলেন ওই প্রৌঢ়া । কিন্তু সকালে কেউই ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের লোকজনের । শেষে দরজা ভাঙার ভয় দেখানো হলে দরজা খোলে ছোট ছেলে অনুপ ৷ তারপরই প্রৌঢ়াকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় ৷