বলাগড় (হুগলি), 21 সেপ্টেম্বর:জমিদারি উঠে গিয়েছে ৷ কালের নিয়মে ভেঙে পড়েছে বিরাট প্রাসাদ ৷ তবুও ঐতিহ্য তো টিকিয়ে রাখতেই হবে ! শত অসুবিধার মধ্যেও সেই দায়িত্ব পালন করে চলেছেন হুগলির (Hooghly) বলাগড় (Balagarh) ব্লকের সোমড়ার জমিদার বংশের উত্তরসূরিরা ৷
এই পরিবারের প্রতিনিধি হিসাবে ইটিভি ভারতের মুখোমুখি হয়েছিলেন ভাস্কর বিশ্বাস ৷ তিনি জানান, প্রায় 250 বছর আগে সুখরিয়া গ্রামে এই জমিদারির পত্তন হয়েছিল শ্রীপুরের মিত্র মুস্তাফি পরিবারের হাত ধরে ৷ বাড়ির ঠাকুরদালানটি তৈরি করিয়ে ছিলেন পরিবারের তৎকালীন কর্তা শ্রী রাধাজীবন মিত্র মুস্তাফি ৷ বসবাসের জন্য বিরাট অট্টালিকা নির্মাণের পাশাপাশি বেশ কয়েকটি মন্দিরও তৈরি করিয়ে ছিলেন তিনি ৷ জমিদারি ছাড়াও নিজস্ব ব্যবসা ছিল তাঁর ৷ রাধাজীবনের সন্তান বলতে ছিলেন তিন কন্যা এবং এক পুত্র ৷ কিন্তু, সেই ছেলে অকালেই চলে যায় ৷ এই ঘটনায় একেবারে ভেঙে পড়েন রাধাজীবন ৷ তখন জমিদারির হাল ধরেন রানাঘাটের জমিদার বংশের সন্তান বিনোদবিহারী বিশ্বাস ৷ এই বিনোদবিহারীর সঙ্গে রাধাজীবনের এক মেয়ের বিয়ে হয়েছিল ৷ পরবর্তীতে বিনোদবিহারীর হাতেই জমিদারি তুলে দেন রাধাজীবন ৷ পরিবারের জামাইয়ের হাতে জমিদারির বহর আরও বাড়ে ৷ ফুলে-ফেঁপে ওঠে পারিবারিক ব্যবসা ৷ ফলে বিনোদবিহারীর আমলে জমিদার বাড়ির বৈভবও বেড়ে যায় ৷