পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফোনে প্রাণনাশের হুমকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে

কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । যে নম্বরটি থেকে ফোন করা হয়েছিল সেটিও পুলিশের হাতে তুলে দেন ।

MP Kalyan Banerjee
কল্যান বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 12, 2021, 8:16 AM IST

হুগলি, 12 জানুয়ারি: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ । তাঁর অভিযোগ, কোনও রাজনৈতিক দলের মদতেই এই হুমকি ফোন । কালীঘাটের বাড়িতে থাকার সময়ই এই হুমকি ফোন আসে ।

এর পরই তিনি কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এবং যে নম্বরটি থেকে ফোন করা হয়েছিল সেটিও পুলিশের হাতে তুলে দেন । কয়েকদিন আগেই ব্যারাকপুরে এক জনসভা থেকে রাম-সীতাকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ।

সোমবারই হাওড়ার গোলাবাড়ি থানায় সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরই রাতে এই হুমকি ফোন । এই ফোনের সঙ্গে এর সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । ফোনের লোকেশন ও নম্বর দেখে অভিযুক্তকে ধরার চেষ্টা করছে তারা ।

ABOUT THE AUTHOR

...view details