পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুথে একই দলের একাধিক পোলিং এজেন্ট, অভিযোগ খারিজ প্রিজ়াইডিং অফিসারের - election

আরামবাগ লোকসভা কেন্দ্রের খানাকুল ঈশানপাড়ার 34 ও 35 নম্বর বুথে কয়েকজন পোলিং এজেন্টকে একসাথে বুথে দেখা যায় । বিষয়টি সাংবাদিকদের নজরে আসে । তাঁরা প্রিজ়াইডিং অফিসারকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান ।

বিনা পরিচয়পত্রে বুথে প্রবেশ করছেন ইনি

By

Published : May 6, 2019, 5:21 PM IST

Updated : May 6, 2019, 7:28 PM IST

খানাকুল, 6 মে : আরামবাগ লোকসভা কেন্দ্রের খানাকুল ঈশানপাড়ার 34 ও 35 নম্বর বুথে কয়েকজন পোলিং এজেন্টকে একসাথে দেখা যায় । তাঁদের ভোটারদের ভোটদান কক্ষ পর্যন্ত এগিয়ে দিতেও দেখা যায় । বিষয়টি সাংবাদিকদের নজরে আসে । তাঁরা প্রিজ়াইডিং অফিসারকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান । সাংবাদিকরা পোলিং এজেন্ট ছাড়া বাকিদের পরিচয়পত্র দেখতে চাইলেও প্রিজ়াইডিং অফিসার তাঁদের হয়ে সওয়াল করেন । তবে তাঁরা কোন দলের তা জানা যায়নি । সামনে এসেছে ঘটনাটির ভিডিয়ো ।

ভোটারদের EVM পর্যন্ত নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন একজন । প্রিজ়াইডিং অফিসার ও মাইক্রো অবজ়ারভার বিষয়টি নিয়ে নিশ্চুপ । উলটে তাঁদের হয়েই সওয়াল করতে দেখা গেল প্রিজ়াইডিং অফিসারকে ।

দেখুন ভিডিয়ো
কী করছেন এখানে ? ছবি তুলতে গিয়ে বুথের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করায় রেগে যান ওই প্রিজ়াইডিং অফিসার । কেন্দ্রীয় বাহিনীর সামনেই তেড়ে আসেন দু'জন। পরিচয়পত্র দেখতে চাইলেও কোনওমতে তা দেখাতে চাননি তাঁরা । উলটে ভোটদানে সমস্যা করছেন সাংবাদিকরা, এই বলে অভিযোগও তোলেন । ছবি তুলতে গেলে তাঁরা বাধাও দেন । বদলে অজুহাত, পিছনে কবরস্থান তাই ওদিকে না যাওয়াই ভালো ।

কারা এরা? প্রশ্নের উত্তরে কোনও জবাব দিতে চাননি মাইক্রো অবজ়ারভার ।

Last Updated : May 6, 2019, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details