পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi arrested : অবৈধ পরিচয়পত্র তৈরির এজেন্ট-সহ ছয় বাংলাদেশি গ্রেফতার - illegal identity cards

ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যানকার্ড, ভোটার কার্ড ও বাংলাদেশি সিম কার্ড পাওয়া গিয়েছে ৷ সূত্রের খবর এই সমস্ত বাংলাদেশিদের পশ্চিম বাংলায় এনে ভোটার করে নাগরিকত্ব ব্যবস্থা করে দেওয়া ৷

Bangladeshi are arrest
অবৈধ পরিচয়পত্র তৈরির এজেন্ট-সহ ছয় বাংলাদেশি গ্রেফতার

By

Published : Oct 16, 2021, 9:14 PM IST

চুঁচুড়া, 16 অক্টোবর : বাংলাদেশিদের সচিত্র পরিচয়পত্র করিয়ে বিদেশে পাঠানোর কাজ করত এক এজেন্ট ৷ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে রীতিমতো ব্যবসা করত আকাশ নামে ওই এজেন্ট ৷ বেশ কিছুদিন ধরে চলছিল কারবার ৷ চক্রের হদিশ পেল চন্দননগরের কমিশনারেটের পুলিশ ৷ চুঁচুড়া থানার পুলিশকে নিয়ে ছয় বাংলাদেশিকে ফ্লাট থেকে গ্রেফতার করে ৷

ঘটনাটি ব্যান্ডেল গ্রিন পার্কের ৷ শুক্রবার রাতে গ্রিন পার্কের ওই আবাসনে তল্লাশি চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যানকার্ড, ভোটার কার্ড ও বাংলাদেশি সিম কার্ড পাওয়া গিয়েছে ৷ সূত্রের খবর এই সমস্ত বাংলাদেশিদের পশ্চিম বাংলায় এনে ভোটার করে নাগরিকত্ব ব্যবস্থা করে দেওয়া ৷ শুধু হুগলি জেলা নয়, রাজ্য জুড়ে চলছে অনুপ্রবেশ এভাবেই ৷ ছয় জন বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা ৷ পুলিশের সন্দেহ ফ্ল্যাটের মালিক আকাশ দাস এই চক্র চালাত ৷

আরও পড়ুন : 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার ধানতলায়

আকাশ উত্তর 24 পরগনার হালিশহরের বাসিন্দা ৷ সেই এখানে ফ্ল্যাট কিনে এই সব কাণ্ড ঘটাত ৷ গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পুলিশের গোয়েন্দারা তল্লাশি চালিয়ে এই তথ্য হাতে পায় ৷ অভিযুক্তদের গ্রেফতার করে চুঁচুড়া আদালতে তোলা হয়েছিল ৷ প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান সৌদিতে কাজের জন্য বাংলাদেশিরা এদেশে এসে এই চক্রের শরণাপন্ন হচ্ছিল ৷ তবে বর্ধমানে খাগড়াগড় কাণ্ডের মতো এদেরও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। সেই কারণে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা জন্য আবেদন জানানো হয়েছিল ৷ সাতদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত ৷ আকাশের সঙ্গে হুগলির আর কেউ যুক্ত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details