চুঁচুড়া, 16 অক্টোবর : বাংলাদেশিদের সচিত্র পরিচয়পত্র করিয়ে বিদেশে পাঠানোর কাজ করত এক এজেন্ট ৷ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে রীতিমতো ব্যবসা করত আকাশ নামে ওই এজেন্ট ৷ বেশ কিছুদিন ধরে চলছিল কারবার ৷ চক্রের হদিশ পেল চন্দননগরের কমিশনারেটের পুলিশ ৷ চুঁচুড়া থানার পুলিশকে নিয়ে ছয় বাংলাদেশিকে ফ্লাট থেকে গ্রেফতার করে ৷
ঘটনাটি ব্যান্ডেল গ্রিন পার্কের ৷ শুক্রবার রাতে গ্রিন পার্কের ওই আবাসনে তল্লাশি চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যানকার্ড, ভোটার কার্ড ও বাংলাদেশি সিম কার্ড পাওয়া গিয়েছে ৷ সূত্রের খবর এই সমস্ত বাংলাদেশিদের পশ্চিম বাংলায় এনে ভোটার করে নাগরিকত্ব ব্যবস্থা করে দেওয়া ৷ শুধু হুগলি জেলা নয়, রাজ্য জুড়ে চলছে অনুপ্রবেশ এভাবেই ৷ ছয় জন বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা ৷ পুলিশের সন্দেহ ফ্ল্যাটের মালিক আকাশ দাস এই চক্র চালাত ৷