সিঙ্গুর, 14 জুন : সিঙ্গুর মামলার রায় কি পূর্ব পরিকল্পিত ? অভিযোগ, রাজ্য BJP-র জেনেরাল সেক্রেটারি সায়ন্তন বসুর ।
আজ সিঙ্গুরে সিংহের ভেড়িতে কৃষকদের প্রতীকী অবস্থান বিক্ষোভে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি । তিনি বলেন, "গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন সিঙ্গুরের আদালতের সময় সিঙ্গুর মামলা যখন কোর্টে গেছে তখন কোর্ট ভালো ছিল । তখন ভালো জাজমেন্ট পেয়েছিলেন। আমি বলব কী ভাবে জাজমেন্ট পেয়েছিলেন, তার প্রত্যেকটা তথ্য BJP-র কাছে আছে । প্রকাশ্যে এখানে বলা যাবে না আপনি কীভাবে জাজমেন্ট পেয়েছিলেন । কিন্তু এবার সিঙ্গুরে যাই জাজমেন্ট থাকুক, রাজ্যে BJP ক্ষমতায় এলে সিঙ্গুরে কারখানা হবেই । কেউ ঠেকাতে পারবে না ।''
মমতা বন্দ্যোপাধ্যাকে তীব্র আক্রমণ করে সায়ন্তন বসু বলেন, "চাষিদের কি ভিখারি মনে করেন ? যে কিছু চাল দিয়ে দিলাম কিছু খাওয়ার দিয়ে দিলাম । দু'হাজার টাকা দিয়ে দিলাম । কৃষককে অপমান করছেন । কৃষক শস্য ফলায়। আজ সিঙ্গুরের জমিতে কৃষকের কাজের জন্য শস্য ফালানোর মত অবস্থায় রাখেননি । এখানে শিল্পও করেননি, শ্মশানের নৈরাজ্য তৈরি করেছেন ।"
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জিতেছেন BJP-র লকেট চট্টোপাধ্যায় । জেতার পরই সিঙ্গুরের বিতর্কিত জমিতে কারখানার তৈরির সওয়াল করেন । আজ সিঙ্গুরে রাজ্য BJP-র জেনেরাল সেক্রেটারি বলেন, "আমরা এই সিঙ্গুর থেকে প্রতিবাদ শুরু করলাম । আজ আমরা অবস্থান করছি। সাধারণ কৃষকরা অবস্থান করছেন । আমরা সঙ্গ দিয়েছি । আপনাদের সাংসদের নেতৃত্বে অবস্থান করছি । আবার আমরা আসব । এরপর আমরা মহামিছিল করব, তারপর অবরোধ করব । সিঙ্গুরে কারখানা তৈরির দাবিকে সামনে রেখে প্রয়োজনে বনধ ডাকব ।"