পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্রমিক ও পর্যটকদের নিয়ে পঞ্জাব থেকে ব্যান্ডেলে পৌঁছাল বিশেষ ট্রেন - corona

এবার রাজ্যে ফিরলেন নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া ও মেদিনীপুর জেলার শ্রমিক ও পর্যটকরা

Shramik special train
শ্রমিক স্পেশাল ট্রেন

By

Published : May 17, 2020, 11:05 AM IST

চন্দননগর, 17 মে : পঞ্জাব থেকে ব্যান্ডেল স্টেশনে পৌঁছাল শ্রমিক স্পেশাল ট্রেন । 24 কামরার এই স্পেশাল ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে এসে পৌঁছায় ।

গতকাল রাত ন’টা নাগাদ বিশেষ ট্রেনটি ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আসে ৷ 858 জন যাত্রী নিয়ে ট্রেনটি পঞ্জাব থেকে রওনা দিয়েছিল ৷ ট্রেনটিতে হুগলির পাশাপাশি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া ও মেদিনীপুর জেলার শ্রমিক ও পর্যটকরা ছিলেন ৷ স্টেশনে নামার পর প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷

পঞ্জাব ফেরত শ্রমিক ও পর্যটকরা জানান, ‘‘লকডাউনে আটকে পড়েছিলাম ৷ চিন্তায় ছিলাম ৷ ফেরার সময় ট্রেনে কোনও সমস্যা হয়নি ৷ খাবার ও জল পাওয়া গিয়েছে ৷’’ চন্দননগর কমিশনারেটের আধিকারিক, রেল পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্যান্ডেল স্টেশনে ৷

ABOUT THE AUTHOR

...view details