কলকাতা, 7 জুন :দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে ধরে কর্মী বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে হুগলি জেলার প্রাক্তন সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগকে শো-কজ নোটিস পাঠাল বিজেপি।
গত শুক্রবার হুগলির চুঁচুড়ায় সাংগঠনিক বৈঠক করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেই বৈঠকে বিজেপির কর্মী ও সমর্থকরা দিলীপ ঘোষকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখান ৷ এমনকী দিলীপ ঘোষও একজন দলীয় কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ৷
এরপর রবিবার একটি অডিও রেকর্ডিং ভাইরাল হয় ৷ এই অডিয়ো রেকর্ডিংয়ে এক ব্যক্তি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরামর্শ দেন ৷ পরে জানা যায়, অডিয়োতে যাঁর গলা শোনা যাচ্ছে, তিনি বিজেপির হুগলির প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ ৷ তাঁর গলা চিহ্নিত করেন হুগলি জেলার বিজেপির জেলা কমিটির সদস্যরা ৷