পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যবসায়ীদের স্বতঃপ্রণোদিত ‘নাইট কার্ফু’ আরামবাগে - নাইট কার্ফু

করোনার সংক্রমণ রুখতে ব্য়বসায় ‘নাইট কার্ফু’ ঘোষণা আরামবাগে ৷ সকাল সাড়ে আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকবে দোকান ৷ তারপরই ঝাঁপ ফেলতে হবে দোকানের ৷ নির্দেশ হুগলির আরামবাগ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৷ ভিড় নিয়ন্ত্রণ করতেই এমন সিদ্ধান্ত ৷

wb_hgl_arambagh night Curfew_10014
ব্য়বসায় ‘নাইট কার্ফু’ ঘোষণা আরামবাগে

By

Published : Apr 25, 2021, 4:34 PM IST

আরামবাগ, 25 এপ্রিল :করোনা নিয়ন্ত্রণে এবার কঠোর পদক্ষেপ হুগলির আরামবাগ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৷ ভিড় কমাতে দোকান খোলার সময়সীমা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হল ৷ যা কার্যকর হবে আগামিকাল অর্থাৎ 26 এপ্রিল থেকে ৷ সোমবার থেকে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত দোকান খুলতে পারবেন ব্যবসায়ীরা ৷ ক্রেতা ও বিক্রেতা, দু’পক্ষকেই মাস্ক পরে দোকানে আসতে হবে ৷

আরামবাগ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 21 এপ্রিল করোনা মোকাবিলায় আরামবাগ মহকুমা প্রশাসনের তরফে একটি বৈঠকের ডাক দেওয়া হয় ৷ সেই বৈঠকের পরই এলাকার ব্য়বসায়িক কাজকর্মে ‘নাইট কার্ফু’ জারির সিদ্ধান্ত নেওয়া হয় ৷

সোমবার থেকে ব্য়বসায় ‘নাইট কার্ফু’ ৷ রবিবার আরামবাগজুড়ে চলল প্রচার ৷

আরও পড়ুন :ইমামবাড়ায় করোনা ওয়ার্ডে রোগীর সঙ্গে আত্মীয়রা , সংক্রমণের আশঙ্কা

আমজনতাকে এই সিদ্ধান্তের কথা জানাতে রবিবার সকাল থেকেই শুরু হয় ঘোষণা ৷ টোটোয় ঘুরে ঘুরে শুরু হয় প্রচার ৷ ব্য়বসায়ীদের বক্তব্য, গ্রীষ্মকালে মূলত বিকেলের পরই দোকানগুলিতে ক্রেতাদের ভিড় বাড়ে ৷ অনেকে আবার দোকানের আশপাশে বসে আড্ডাও জুড়ে দেন ৷ এর ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়ে ৷ তা দূর করতেই সন্ধে সাতটার পর দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এতে রাস্তাঘাটে ভিড়ও অনেকটাই কমবে বলে আশা ব্য়বসায়ী কল্যাণ সমিতির কর্তাদের ৷

ABOUT THE AUTHOR

...view details