চুঁচুড়া, 12 ডিসেম্বর:রাজ্যে আবাস যোজনার সমীক্ষা করছেন আশা কর্মীরা (Shashi Panja Shouts for ASHA Workers) ৷ এই কাজে গিয়েই তাঁদের হেনস্তার শিকার হতে হচ্ছে ৷ তাঁদের হেনস্থা না-করার বার্তা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার । সোমবার হুগলির চুঁচুড়া জেলা তৃণমূল আয়োজিত সভা থেকে এই বার্তাই দিলেন তিনি ৷
এদিন মন্ত্রী চুঁচুড়ায় এসে বলেন, "মনে রাখতে হবে তাদের হ্যাঁ বা না এর উপর কিছু নির্ভর করবে না । বিডিও, এসডিও ও ডিএম লেভেলের সিদ্ধান্ত নেওয়া হয় । যাঁরা সমীক্ষা করছেন তাঁদের হেনস্থা করা উচিত নয় । এতে করে তাঁরা কিছুটা হলেও ভয় পাচ্ছেন । আমরা তাঁদের আশ্বস্ত করতে চাই । মানুষকেও বুঝতে হবে যে তাঁদের হ্যাঁ বা না এর উপর কিছু যায় আসবে না । তাঁরা কী দেখলেন সেটা নথিভুক্ত করবেন। যার বাড়ি প্রয়োজন তার কাছেই যাবে এই সরকার ৷ প্রাশাসন কখনওই রাজনীতি করেনি । তাহলে তো কন্যাশ্রী সব তৃণমূলের পরিবারের মেয়েরাই পেত ৷ কিন্তু সেটা হয়নি।"