ডানকুনি, 30 মার্চ : ডানকুনির হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং কারখানায় সাসপেনশন অফ ওয়ার্ক-এর নোটিস । বেকার হলেন সাড়ে ছ'শো শ্রমিক । বুধবার সকালে কাজে যোগ দিতে এসে এই নোটিস দেখতে পান কারখানার শ্রমিকেরা (Several workers unemployed as Dankuni Hindustan Engineering issues Suspension of work notice) । গত 25 মার্চ হিন্দুস্থান ইঞ্জিনিয়ারিং কারখানায় 90 ফুট উচ্চতায় অবস্থিত একটি শেডে কাজ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় অস্থায়ী শ্রমিক শেখ আজিজুলের । তাঁর বয়স মাত্র 23 ৷ এরপর শ্রমিকের মৃতদেহ আটকে রেখে ক্ষতিপূরণ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা ।
শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ, ওই শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যুর দিন কারখানার ম্যানেজার, সুপারভাইজার-সহ ম্যানেজমেন্ট স্টাফদের মারধর ও হেনস্থা করা হয়। কারখানার সম্পত্তি নষ্ট করা হয় । এতে প্রচুর ক্ষতি হয়েছে হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিংয়ের । সেদিন যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁরা কাজে আসতে ভয় পাচ্ছেন ৷ তাই কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্ক-এর সিদ্ধান্ত নিয়েছে । ঘটনার দিন শ্রমিক ইউনিয়ন ও পুলিশের সঙ্গে আলোচনার পর মৃত শ্রমিকের পরিবারকে ছ'লক্ষ টাকার চেক দেয় কারখানা কর্তৃপক্ষ । তারপর থেকে কারখানা ঠিকঠাক চলছিল । শ্রমিকরা কাজ করছিলেন । হিন্দুস্থান ইঞ্জিনিয়ারিং কারখানায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় সাড়ে ছ'শো শ্রমিক কাজ হারালেন ।
আরও পড়ুন : Dankuni Factory Shut Down : বিস্কুট তৈরির কারখানায় কাজ বন্ধের নোটিস, বিপাকে 500 শ্রমিক