ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hooghly Gas Leak অগ্নিনির্বাপক থেকে গ্যাস লিক করে অসুস্থ 30 জন কর্মী - পিয়ারপুরে প্যাকেজিং কারখানা

অগ্নিনির্বাপক যন্ত্র থেকে গ্যাস লিক করে অসুস্থ হলেন 30 জন ৷ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের ধারে জিও মার্ট ফুড প্যাকেজিং কারখানায় (Several Workers Sick Due to Gas Leak)।

Hooghly Gas Leak
অগ্নিনির্বাপক থেকে গ্যাস লিক করে অসুস্থ 30 জন কর্মী
author img

By

Published : Aug 24, 2022, 9:01 PM IST

হুগলি, 24 অগস্ট: পিয়ারপুরে প্যাকেজিং কারখানায় অগ্নিনির্বাপক যন্ত্র থেকে গ্যাস লিক করে অসুস্থ হলেন 30 জন কর্মী । তার মধ্যে 21 জনকে ভর্তি করা হয়েছে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে । বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের ধারে জিও মার্ট ফুড প্যাকেজিং কারখানায় (Several Workers Sick Due to Gas Leak) ।

জানা গিয়েছে, এক কর্মী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে যাওয়ার সময় হাতে লেগে সেটি হঠাৎই খুলে যায় । তাতেই কার্বন ডাই অক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে । ঘটনাটি ঘটে টিফিন চলাকালীন ৷ টিফিনের সময় কর্মীরা এক জায়গায় থাকায় অসুস্থ হয়ে পড়েন । তড়িঘড়ি তাঁদেরকে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ইএসআই হাসপাতালে অসুস্থদের দেখতে যান চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন ও ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র ।

অগ্নিনির্বাপক থেকে গ্যাস লিক করে অসুস্থ 30 জন কর্মী

আরও পড়ুন:দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃত 3, আশঙ্কাজনক আরও পাঁচ

ওই কারখানার কর্মী দেবনীতা চক্রবর্তী বলেন, "একজন কর্মী হ্যান্ড জ্যাক নিয়ে যাচ্ছিলেন তখনই কোনওভাবে নির্বাপক যন্ত্র খুলে গ্যাস বেরিয়ে যায় । কয়েকজন বেশি অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয় । বেশ কয়েকজন প্যানিকে আতঙ্কিত হয়ে পড়ে ।

ABOUT THE AUTHOR

...view details