গোঘাট (হুগলি), 28 জানুয়ারি:মর্মান্তিক ঘটনায় প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ডে কাজে গিয়ে মৃত্যু হল গোঘাটের তিন ব্যক্তির। ধানবাদে শনিবার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে (Fire at Hospital in Dhanbad) ৷ এই ঘটনায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে হুগলির গোঘাটেরই তিন জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধানবাদে বেসরকারি হাসপাতালে আগুন লেগে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে তাতে তিন জনের খোঁজ পাওয়া গেলেও, এখনও খোঁজ পাওয়া যায়নি গোঘাটের এক বাসিন্দার। সরস্বতী পুজোর জোগাড়ে গিয়েছিলেন তিনি। হাসপাতালে এদিন আগুন লেগে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে চিকিৎসক বিকাশ হাজরা ও তাঁর স্ত্রী শ্রেয়া হাজরার ৷ ওই চিকিৎসক দম্পতির গ্রামের বাড়ি গোঘাটের নকুণ্ডায়। কর্মসূত্রে ধানবাদেই থাকতেন তাঁরা। তাঁদের পাশাপাশি মৃতদের মধ্যে রয়েছেন গোঘাটের নকুণ্ডা গ্রামের আরও এক জন, যার খোঁজ পাওয়া যাচ্ছে না ৷
তবে গোঘাট থেকে যাওয়া ওই এক জনের যে খোঁজ পাওয়া যায়নি ৷ নিখোঁজ শম্ভু চরণ সিংয়ের বাবা দিলীপ সিং জানান, সরস্বতী পুজোর দিন অর্থাৎ 26 জানুয়ারি সকালে কথা হয়েছিল। তারপর আর কথা হয়নি। ধানবাদে বিকাশ হাজরার নার্সিংহোমে সরস্বতী পুজো উপলক্ষ্যে ডাক্তারের ভাগ্নার সঙ্গে গিয়েছিলেন শম্ভু চরণ সিং। অন্য় আরও একজনের যে মৃত্যু হয়েছে, তাঁর নাম তারা সামুই। তিনি চিকিৎসকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন ৷