পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire at Hospital: ধানবাদের হাসপাতালে আগুন পুড়ে মৃতদের মধ্যে গোঘাটের 3 - Fire at Hospital in Dhanbad

ধানবাদের হাসপাতালে আগুন লেগে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিনজন এরাজ্যের বাসিন্দা (Several People from Goghat Burnt to Death) ৷ সেই ঘটনায় এরাজ্যের হুগলির গোঘাটের আরও একজন ওই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৷ পাশাপাশি, আরও একজন নিখোঁজ রয়েছেন ৷

Fire at Hospital
হাসপাতালে আগুন পুড়ে মৃতদের মধ্যে গোঘাটের 3

By

Published : Jan 28, 2023, 9:43 PM IST

আগুন পুড়ে মৃতদের মধ্যে গোঘাটের 3

গোঘাট (হুগলি), 28 জানুয়ারি:মর্মান্তিক ঘটনায় প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ডে কাজে গিয়ে মৃত্যু হল গোঘাটের তিন ব্যক্তির। ধানবাদে শনিবার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে (Fire at Hospital in Dhanbad) ৷ এই ঘটনায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে হুগলির গোঘাটেরই তিন জন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধানবাদে বেসরকারি হাসপাতালে আগুন লেগে যে পাঁচ জনের মৃত্যু হয়েছে তাতে তিন জনের খোঁজ পাওয়া গেলেও, এখনও খোঁজ পাওয়া যায়নি গোঘাটের এক বাসিন্দার। সরস্বতী পুজোর জোগাড়ে গিয়েছিলেন তিনি। হাসপাতালে এদিন আগুন লেগে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে চিকিৎসক বিকাশ হাজরা ও তাঁর স্ত্রী শ্রেয়া হাজরার ৷ ওই চিকিৎসক দম্পতির গ্রামের বাড়ি গোঘাটের নকুণ্ডায়। কর্মসূত্রে ধানবাদেই থাকতেন তাঁরা। তাঁদের পাশাপাশি মৃতদের মধ্যে রয়েছেন গোঘাটের নকুণ্ডা গ্রামের আরও এক জন, যার খোঁজ পাওয়া যাচ্ছে না ৷

তবে গোঘাট থেকে যাওয়া ওই এক জনের যে খোঁজ পাওয়া যায়নি ৷ নিখোঁজ শম্ভু চরণ সিংয়ের বাবা দিলীপ সিং জানান, সরস্বতী পুজোর দিন অর্থাৎ 26 জানুয়ারি সকালে কথা হয়েছিল। তারপর আর কথা হয়নি। ধানবাদে বিকাশ হাজরার নার্সিংহোমে সরস্বতী পুজো উপলক্ষ্যে ডাক্তারের ভাগ্নার সঙ্গে গিয়েছিলেন শম্ভু চরণ সিং। অন্য় আরও একজনের যে মৃত্যু হয়েছে, তাঁর নাম তারা সামুই। তিনি চিকিৎসকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন ৷

স্থানীয়রা বলছেন, চিকিৎসকের গ্রামের বাড়ি নকুণ্ডায় ৷ সেই পরিচিতির সূত্রে ধানবাদে প্রতি বছর সরস্বতী পুজোর জোগাড়ে যান গোঘাটের বেশ কয়েকজন। এবছরেও শম্ভু চরণ সিং, বাবলু সামুই ও সুনীল মণ্ডল পুজার আগের দিন ধানবাদে যান। বাবলুবাবু গতকাল বাড়ি ফিরে আসেন। কিন্তু বাকিরা সেখানেই রয়ে যান। এই বিষয়ে বাবলু সামাই বলেন, "সরস্বতী পুজোর পর বাড়ি চলে আসি। সকালেই ফোনে শুনলাম আগুনে পুড়ে মারা গিয়েছে ওনারা তিনজন ৷ আরও একজন অর্থাৎ সুনীল মণ্ডল আহত হয়েছেন ওই আগুন লাগার ঘটনায় ৷

আরও পড়ুন:ধানবাদে হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু

সুনীল মণ্ডলের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি আশঙ্কাজনক অবস্থায় ভরতি রয়েছেন হাসপাতালে ৷ কিন্তু শম্ভু চরণ সিংয়ের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে দাবি করছেন তাঁরা। দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকজন। শম্ভুর মা চায়না সিং বলেন, "ছেলের সঙ্গে সরস্বতী পুজোর দিন রাতে কথা হয়েছিল। পুজোর জোগার করার জন্য সে গিয়েছিল। সকালে আগুন লাগার ঘটনার কথা শুনি। ছেলের খোঁজ এখনও পাওয়া যায়নি।" নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনায় গোঘাটে চিকিৎসক দম্পতি ও তারা সামুইয়ের মৃত্যুর খবরে শোকাহত পরিবার ও এলাকার মানুষ।

ABOUT THE AUTHOR

...view details