পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drowning Incident During Tarpana: হিন্দমোটরে গঙ্গায় তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন 3 জন!

শনিবার গঙ্গায় তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন তিনজন ৷ ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে ৷ চলছে তল্লাশি ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 3:56 PM IST

Updated : Oct 14, 2023, 4:33 PM IST

হিন্দমোটরে গঙ্গায় তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন বেশ কয়েকজন

হিন্দমোটর, 14 অক্টোবর:তর্পণ করতে গিয়ে গঙ্গার বানে তলিয়ে গিয়ে নিখোঁজ কমপক্ষে তিন । ঘটনা হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটের । শনিবার সকাল থেকেই হুগলি জেলার গঙ্গার ঘাটগুলিতে তর্পণ শুরু হয় । উত্তরপাড়ার হিন্দমোটর অঞ্চলেও প্রতিটি ঘাটে তর্পণ করতে জড়ো হন বহু মানুষ । তখনই ঘটে দুর্ঘটনা ৷

তর্পণের সময় স্নান করতে নেমে গঙ্গার বানে তলিয়ে যান পাঁচজন । তাঁদের মধ্যে 2 জনকে উদ্ধার করা সম্ভব হলেও, নিখোঁজ হয়ে যান সৌম চট্টোপাধ্যায়, সৌমিক দত্ত ও গৌরাঙ্গ মণ্ডল নামে তিন ব্যক্তি । এরা প্রত্যেকেই হিন্দমোটর-উত্তরপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে । চন্দননগর পুলিশের ডিসিপি (শ্রীরামপুর) অরবিন্দ আনন্দ, এসিপি আলি রাজা ও উত্তরপাড়ার আইসি পার্থ সিকদার ঘাটে উপস্থিত হন । উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবও যান সেখানে ৷

স্থানীয়দের অভিযোগ গঙ্গায় বান আসার সময় জানা থাকলেও পুলিশ আগাম কোনও সতর্কতা নেয়নি ৷ বান যখন কাছে এসে যায় তখন বাঁশি বাজানো হয় । ফলে জলে স্নান করতে নামা লোকজন ভেসে যান । স্বপন বাহাদুর নামে হিন্দমোটের এক বাসিন্দা তর্পনে নেমে ভেসে যাচ্ছিলেন । তিনি বলেন, "হঠাৎ বান এসে যায় । জলের ঘূর্ণিতে পরে যাই । কোনও ভাবে প্রাণে বেঁচেছি ।" স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ রায়ের অভিযোগ, প্রশাসন সব জেনেও কোনও ব্যবস্থা নেয়নি । আগে থেকে মাইকিং করে সতর্ক করা হয়নি । নিখোঁজ হওয়ার পরও তল্লাশিতে অনেক দেরি করা হচ্ছে ।

আরও পড়ুন: গান্ধিঘাটে '250 মৃত বিজেপি কর্মীর আত্মার শান্তি কামনায়' তর্পণ দিলীপ ঘোষের

এই বিষয়ে উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, "আজকে একটা শুভদিনে দুর্ঘটনা ঘটে গিয়েছে । কার দোষ, কার গুণ সেটা এখন বিচার করার সময় নয় । যাঁরা নিখোঁজ হয়েছেন তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । প্রশাসনের যেমন দায়িত্ব থাকে, যাঁরা গঙ্গায় নেমে স্নান করেন তাদেরও একটা দায়িত্ব থেকে যায় । তিনটি পরিবার দাবি করছে তাঁদের পরিজনরা নিখোঁজ আছেন । প্রত্যক্ষদর্শীরা কেউ বলছেন দুজন কেউ বলছেন তিন জন কেউ বলছেন পাঁচজন ।" এই প্রসঙ্গে, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, তিন জন নিখোঁজ হয়েছেন । বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়েছে । তল্লাশি চলছে । পাশাপাশি ঘাটগুলিতেও সতর্ক করা হচ্ছে মানুষকে ।

Last Updated : Oct 14, 2023, 4:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details