পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুস্থদের ত্রাণ না দেওয়ার অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পড়ল পোস্টার - পঞ্চায়েত প্রধান

গতরাতে পঞ্চায়েত প্রধান হারাধন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ তুলে তারকেশ্বরের বালিগরী 1 নং পঞ্চায়েত এলাকায় পোস্টার লাগানো হয় । পোস্টারের একাধিক জায়গায় কোরোনা পরিস্থিতিতে দুস্থ মানুষদের ত্রাণ না দেওয়ার অভিযোগ তোলা হয় ।

ছবি
ছবি

By

Published : May 18, 2020, 4:20 PM IST

তারকেশ্বর, 18 মে: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকায় । ঘটনাটি তারকেশ্বরের বালিগরী 1 নম্বর পঞ্চায়েত এলাকার । গতরাতে প্রধান হারাধন মজুমদারের বিরুদ্ধে এই পোস্টার লাগানো হয়েছে । পোস্টারের একাধিক জায়গায় কোরোনা পরিস্থিতিতে দুস্থ মানুষদের ত্রাণ না দেওয়ার অভিযোগ ওঠে। প্রধানের পদত্যাগ দাবি করা হয় । তবে কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত তা জানা যায়নি ।

এদিকে পঞ্চায়েত প্রধান হারাধন মজুমদার অভিযোগ করেছেন, এলাকার কিছু BJP কর্মী এই ধরনের অপপ্রচার করে নোংরা রাজনীতি করছেন । তাঁর দাবি , লকডাউন চলাকালীন এলাকার প্রায় আড়াই হাজার দুস্থ মানুষকে ত্রাণ বিলি করা হয়েছে পঞ্চায়েতের তরফে । তাই সাধরণ মানুষ কখনোই এই ধরনের পোস্টার লাগাতে পারবেন না । এই কাজ BJP-র । এলাকার বেশ কয়েকজন BJP কর্মী সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত । তাদের বাধা দেওয়া হয়েছিল বলেই এই অপপ্রচার চালানো হয়েছে । এই বিষয়ে থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন হারাধনবাবু।


যদিও স্থানীয় BJP নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে BJP-র কেউ জড়িত নন । স্থানীয় BJP নেতা সুব্রত সাহা বলেন, "এই পঞ্চায়েত প্রধান বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত । কে বা কারা এই পোস্টার লাগিয়েছে আমাদের জানা নেই । তবে এই পোস্টার লাগানোর ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয় ।"

ABOUT THE AUTHOR

...view details