হুগলি, 21 জুলাই:ধর্মতলায় শহিদ দিবসে যাওয়ার ও আসার পথে হুগলিতে দুটি পৃথক দুর্ঘটনায় আহত সাতজন(seven injured in two separate accidents in hooghly)। তাদের সকলকেই হাসপাতালে পাঠানো হয়েছে । ধর্মতলা একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় কবলে পড়ে দুটি গাড়ি । দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপরে একটি উইঙ্গার গাড়ি ও বাসের সঙ্গে ধাক্কায় আহত ছয়জন । উইঙ্গার গাড়িটি ধর্মতলায় সভা শেষ করে বাঁকুড়ার রানিবাঁধ ফিরছিল । সেই সময় গাড়ির এক্সেল কেটে যাওয়ায় হঠাৎ রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে সেটি । তার ঠিক পিছনে থাকা বীরভূমের ইলামবাজারের অপর তৃণমূল কর্মীদের একটি বাস গাড়িটিতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই আহত হন ছ'জন । যার মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ সকলকেই বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন :স্তব্ধ সিটি অফ জয় ! সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবারের একুশে, দাবি তৃণমূলের