পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Scrub Typhus: হুগলিতে করোনার পর আতঙ্ক ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস

চিন্তা বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস । হুগলিতে এই ভাইরাসে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে 15 জন ৷ স্ক্রাব টাইফাস সম্পর্কে সতর্ক করছেন চিকৎসকরা (Scrub Typhus in Hooghly) ৷

Scrub Typhus News
হুগলিতে আতঙ্ক ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস

By

Published : Jul 11, 2022, 10:22 PM IST

Updated : Jul 11, 2022, 11:03 PM IST

হুগলি, 11 জুলাই:করোনা পর মাথা ব্যথার কারণ হয়েছে স্ক্রাব টাইফাস । সেই নিয়ে চিন্তা বাড়ছে হুগলি জেলা স্বাস্থ্য দফতরে । জেলা স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী 15 জন আক্রান্ত এই মুহূর্তে (Scrub Typhus in Hooghly)। তিনজন ভর্তি আছেন চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে । চুঁচুড়ায় 3 জন, মগড়ায় 4 জন, পোলবায় 4 জন ধনিয়াখালিতে 1 জন, হরিপালে 1 জন, পাণ্ডয়ায় 1 জন এবং পুরশুড়ায় 1 জন আক্রান্ত হয়েছে । গত বছর জেলায় 97 জন আক্রান্ত হয়েছিলেন ।

হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া জানান, এখন অনেকেরই জ্বর হচ্ছে । করোনাও বাড়ছে । স্ক্রাব টাইফাস সম্বন্ধে ধারনা কম সাধারণ মানুষের ৷ তাই কেউ আক্রান্ত হলে ধরা পড়তে সময় লাগছে । জেলা হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা আছে । মহকুমা হাসপাতালগুলোতেও পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে । স্ক্রাব টাইফাস হলে অবহেলা করা যাবে না । জ্বর, মাথা যন্ত্রণা, শ্বাস কষ্ট, বা যেখানে কামরায় সেখানে কালো স্পট হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করাতে হবে । উপসর্গ দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য-কর্মীর সঙ্গে যোগাযোগ করতে হবে । সাবধান থাকতে হবে ইঁদুর থেকে । ইঁদুর স্ক্রাব টাইফাসের বাহক । ইঁদুর আসতে পারে এমন কোনও খাবার, বর্জ্য বাড়ির কাছে না ফেলা ৷ জঙ্গলে শিশুদের যেতে না দেওয়া ৷ বড়রাও যদি কাজের জন্য যান বাড়িতে ঢুকে জামা কাপড় ধুয়ে ফেলা প্রয়োজন ।

হুগলিতে আতঙ্ক ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস

আরও পড়ুন :স্ক্রাব টাইফাস থেকে বাঁচতে কী করণীয় ? জানাচ্ছেন চিকিৎসকরা

অনেকেই জ্বর হলে প্যারাসিটামল খেয়ে জ্বর কমানোর চেষ্টা করেন ৷ তা না করে ডাক্তার দেখাতে হবে । করোনার মধ্যে স্ক্রাব টাইফাস উদ্বেগ বাড়াচ্ছে তাই মানুষকে সাবধান থাকতে হবে । রথযাত্রা উৎসব গিয়েছে তাতে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে । লাফিয়ে বাড়ছে করোনা ৷ পুজোর বাকি আর তিন মাসেরও কম সময় । পুজোর সময় সংক্রমণ যাতে লাগাম না ছাড়ায় তার জন্য এখনই ভাবতে হবে । ট্রেন-বাস-গণ পরিবহণে ভিড় হলেও মাস্ক পরার প্রবনতা কমেছে যে কারণে করোনা বাড়ছে বলে মনে করে জেলা স্বাস্থ্য দফতর । হুগলিতে বর্তমানে করোনা আক্রান্ত 978 জন । প্রতিদিন গড়ে 100-130 জন করে আক্রান্ত হচ্ছেন । দিনে এক হাজার করে পরীক্ষা হচ্ছে । মূলত শহরাঞ্চল শ্রীরামপুর, উত্তরপাড়া, কোন্নগর, চুঁচুড়া, চন্দননগর, মগড়া, পাণ্ডুয়া ও বলাগড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ।

Last Updated : Jul 11, 2022, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details