পাণ্ডুয়া, 28 জুন: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আগামী 30 জুন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি ৷ এই বিষয়টিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ হিসেবেই দেখছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ বুধবার পঞ্চায়েত ভোটের প্রচারে হুগলির পাণ্ডুয়ায় গিয়েছিলেন সৌগত রায় ৷ সেখানে প্রচার শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন সৌগত রায় ৷
সায়নী ঘোষকে ইডির তলব নিয়ে এদিন সৌগত রায় বলেন, "ওরা তো তলব করেই যাচ্ছে, কী রেজাল্ট হচ্ছে আমরা জানি না। ইডি একেবারেই রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ করছে।" মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বাগডোগরা ফেরার পথে খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ৷ ঘটনায় কোমরে ও বাঁ পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই চোট নিয়ে বিজেপি নেতারা বিভিন্ন কটাক্ষ করছেন ৷ এই প্রসঙ্গে সৌগত রায় জানান, মুখ্যমন্ত্রীর জীবন যেতে পারত যেরকম দুর্ঘটনা হয়েছে। হেলিকপ্টারের সিঁড়ি ছোট ছিল ঠিকমতো নামতে না-পেরে ওনার পায়ে এবং কোমরে চোট লেগেছে । এই নিয়ে সবার উদ্বিগ্ন হওয়া উচিত । বিজেপি কতটা নীচে নেমেছে, তা বোঝা যায় এর থেকে ৷