পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Saugata Roy: ইডি রাজনৈতিক প্রতিহিংসা করছে, সায়নী ঘোষকে তলব নিয়ে মন্তব্য সৌগতর - Saugata Roy criticises ed

বুধবার পাণ্ডুয়ায় পঞ্চায়েত ভোটের প্রচারে যান সৌগত রায় ৷ সেখানে তিনি সায়নী ঘোষকে তলব করা নিয়ে ইডির সমালোচনা করেন ৷

ETV Bharat
সৌগত রায়

By

Published : Jun 28, 2023, 10:12 PM IST

সৌগত রায়ের বক্তব্য

পাণ্ডুয়া, 28 জুন: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আগামী 30 জুন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি ৷ এই বিষয়টিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ হিসেবেই দেখছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ বুধবার পঞ্চায়েত ভোটের প্রচারে হুগলির পাণ্ডুয়ায় গিয়েছিলেন সৌগত রায় ৷ সেখানে প্রচার শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন সৌগত রায় ৷

সায়নী ঘোষকে ইডির তলব নিয়ে এদিন সৌগত রায় বলেন, "ওরা তো তলব করেই যাচ্ছে, কী রেজাল্ট হচ্ছে আমরা জানি না। ইডি একেবারেই রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ করছে।" মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বাগডোগরা ফেরার পথে খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ৷ ঘটনায় কোমরে ও বাঁ পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই চোট নিয়ে বিজেপি নেতারা বিভিন্ন কটাক্ষ করছেন ৷ এই প্রসঙ্গে সৌগত রায় জানান, মুখ্যমন্ত্রীর জীবন যেতে পারত যেরকম দুর্ঘটনা হয়েছে। হেলিকপ্টারের সিঁড়ি ছোট ছিল ঠিকমতো নামতে না-পেরে ওনার পায়ে এবং কোমরে চোট লেগেছে । এই নিয়ে সবার উদ্বিগ্ন হওয়া উচিত । বিজেপি কতটা নীচে নেমেছে, তা বোঝা যায় এর থেকে ৷

আরও পড়ুন: মিলেছে সায়নী-কুন্তলের হোয়াটসঅ্যাপ চ্যাট, অভিনেত্রীকে ডেকে পাঠাল ইডি

সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্যপালকে গো-ব্যাক স্লোগান দেওয়া প্রসঙ্গে সৌগত রায় জানান, তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব বুঝবে এই ধরনের স্লোগান দেওয়া উচিত কি না। তবে রাজ্যপালের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ আছে । উনি যে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্য সরকারকে জিজ্ঞাসা না-করে তাতে বিভ্রান্তি হচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে ক্ষতি হচ্ছে । সুতরাং রাজ্যপাল এটা বোঝা উচিত যে এনিয়ে মানুষের যথেষ্ট ক্ষোভ আছে । পঞ্চায়েতে পাণ্ডুয়া ব্লকে একাধিক জায়গায় তৃণমূল নেতারা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন । এই প্রসঙ্গে সৌগত রায় জানান, দলের টিকিট না পেয়ে অনেকে নির্দল হয়েছেন, তাদেরকে লিফলেট দিয়ে বলতে বলা হয়েছে যে তাঁরা আর ভোটে লড়ছেন না ৷ দল সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা নির্দল হয়ে লড়বে তাঁদের আর দলে ফেরানো হবে না ৷

ABOUT THE AUTHOR

...view details