আরামবাগ, ২১ মে: করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে যখন চলছে কড়া বিধিনিষেধ। যখন করোনাকে হারাতে যথেষ্ট তৎপর আরামবাগ মহকুমা পুলিশ ও প্রশাসনের কর্তারা। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে গোপনে চলছিল দ্বারকেশ্বর নদ থেকে বালি পাচারের কাজ। গোপন সূত্র মারফত খবর পেয়ে, বুধবার গভীর রাতে বালিখাদানে হানা দেয় আরামবাগ থানার পুলিশ। ঘটনায় বালি পাচারের অভিযোগের ভিত্তিতে ৫টি বালি বোঝাই ট্রাক্টরও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দ্বারকেশ্বর নদীর তীরে বাইশমাইল সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে বালি তুলে পাচার করা হচ্ছে বলে বেশ কয়েক দিন ধরেই অভিযোগ উঠছিল। একদিকে করোনা নিয়ে যখন সারা রাজ্যের মতোই আরামবাগে তৎপরতা তুঙ্গে। সেই জায়গায় কিছু অসাধু ব্যবসায়ী গোপনে বালি পাচারের এই চক্র চালাচ্ছে বলে অভিযোগ ওঠে।