পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালি পাচারের অভিযোগে ৫টি বালিবোঝাই ট্রাক্টর আটক করা হল দ্বারকেশ্বর নদীতে - COVID SITUATION

করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে যখন চলছে কড়া বিধিনিষেধ। করোনাকে হারাতে যথেষ্ট তৎপর আরামবাগ মহকুমা পুলিশ ও প্রশাসনের কর্তারা। সেই সুযোগকেই কাজে লাগিয়ে গোপনে চলছিল দ্বারকেশ্বর নদী থেকে বালি পাচারের কাজ।

ARAMBAGH
দ্বারকেশ্বর নদী থেকে বালি পাচারের কাজ

By

Published : May 21, 2021, 12:28 PM IST

আরামবাগ, ২১ মে: করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে যখন চলছে কড়া বিধিনিষেধ। যখন করোনাকে হারাতে যথেষ্ট তৎপর আরামবাগ মহকুমা পুলিশ ও প্রশাসনের কর্তারা। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে গোপনে চলছিল দ্বারকেশ্বর নদ থেকে বালি পাচারের কাজ। গোপন সূত্র মারফত খবর পেয়ে, বুধবার গভীর রাতে বালিখাদানে হানা দেয় আরামবাগ থানার পুলিশ। ঘটনায় বালি পাচারের অভিযোগের ভিত্তিতে ৫টি বালি বোঝাই ট্রাক্টরও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দ্বারকেশ্বর নদীর তীরে বাইশমাইল সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে বালি তুলে পাচার করা হচ্ছে বলে বেশ কয়েক দিন ধরেই অভিযোগ উঠছিল। একদিকে করোনা নিয়ে যখন সারা রাজ্যের মতোই আরামবাগে তৎপরতা তুঙ্গে। সেই জায়গায় কিছু অসাধু ব্যবসায়ী গোপনে বালি পাচারের এই চক্র চালাচ্ছে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন:পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করল ব্যাঙ্ক মিত্ররা

বৃহস্পতিবার এলাকায় বিশাল পুলিশবাহিনী গিয়ে ৫টি ট্রাক্টর আটক করেছে। আগামী দিনেও লাগাতার এই অভিযান চলবে বলেই স্পষ্ট জানিয়ে দিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল। পাশাপাশি মহকুমার পুলিশ আধিকারিক স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে আরও সতর্ক থাকারও নির্দেশ দেন।

ABOUT THE AUTHOR

...view details