পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik Result 2022 : যোগ্য সন্তান, মেধাতালিকায় হুগলি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষকের ছেলেমেয়েরা - বৃষ্টি পাল

মাধ্যমিকের (Madhyamik Result 2022) মেধাতালিকায় নাম হুগলির দুই পরীক্ষার্থীর ৷ চতুর্থ স্থানে রয়েছে হুগলি কলেজিয়েট স্কুলের সাগ্নিক দে এবং অষ্টম স্থানে চুঁচুড়ার বৃষ্টি পাল (Sagnik Dey ranks fourth in Madhyamik while Brishti Pal ranks eighth from Hooghly) ৷

Sagnik Dey ranks fourth in Madhyamik while Brishti Pal ranks eighth from Hooghly
Sagnik Dey ranks fourth in Madhyamik while Brishti Pal ranks eighth from Hooghly

By

Published : Jun 3, 2022, 1:15 PM IST

চন্দননগর, 3 জুন : মাধ্যমিক 2022 (Madhyamik Result 2022)-এর ফলপ্রকাশ হয়েছে ৷ যেখানে চতুর্থ স্থান অধিকার করেছে মোট 4 জন পরীক্ষার্থী ৷ তাদের মধ্যে এক হুগলির চন্দননগরের বাসিন্দা সাগ্নিক দে ৷ তার প্রাপ্ত নম্বর 690 ৷ হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র সাগ্নিক ৷ তার বাবা সঞ্জীব দে হুগলি কলেজিয়েট স্কুলেরই ভূগোলের শিক্ষক ৷ মা শম্পা দে গৃহবধূ ৷ চন্দননগরের ডুপ্লেক্স পট্টি রথে বাড়ি সাগ্নিকের (Sagnik Dey ranks fourth in Madhyamik while Brishti Pal ranks eighth from Hooghly) ৷

এ দিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মেধাতালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে সাগ্নিকের নাম ঘোষণা করতেই উচ্ছ্বাসে মেতে ওঠে তার পরিবার ৷ পরিচিত এবং প্রতিবেশীদের তরফে আসতে থাকে শুভেচ্ছা ৷ সাগ্নিকের প্রিয় বিষয় বায়োলজি ৷ জীবনে চিকিৎসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সে ৷ এ দিন ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে সাগ্নিক জানিয়েছে, প্রতিদিন নিয়ম করে 8 ঘণ্টা পড়াশোনা করত সে ৷ পড়ার পাশাপাশি ছবি আঁকতে ভালবাসে সাগ্নিক ৷ অবসর সময়ে গল্পের বই পড়ার অভ্যাস রয়েছে তার ৷ ব্যোমকেশ, ফেলুদার গল্প পড়তে বেশি ভাল সাগ্নিকের ৷

আরও পড়ুন : Madhyamik 2022 Merit List: মাধ্যমিকে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব-পূর্ব বর্ধমানের রৌনক, চতুর্থ কলকাতার শ্রুতর্ষি

মাধ্যমিকে এ বছর অষ্টম স্থান অধিকার করেছে মোট 22 জন ৷ তাদের মধ্যে একজন চুঁচুড়া বালিকা বাণীমন্দিরের ছাত্রী বৃষ্টি পাল ৷ বাড়ি চুঁচুড়ার ধরমপুরে তার দাদা দীপ্তাংশু পাল মাত্র 2 নম্বরের জন্য মাধ্যমিকে প্রথম দশে জায়গা করতে পারেননি ৷ কিন্তু, বোন বৃষ্টি সেই খামতি পূরণ করে দিয়েছে ৷ তার প্রাপ্ত নম্বর 686 ৷ বৃষ্টির দাদা দীপ্তাংশ নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ছাত্র ৷ কিন্তু, বৃষ্টির প্রিয় বিষয় পদার্থ বিজ্ঞান ৷ তবে, ভবিষ্যতে কী করবে ? তা এখনও ঠিক করেনি বৃষ্টি ৷ মাধ্যমিকে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী থাকলেও, প্রথম দশে জায়গা করে নেওয়া বিষয়টি তার মাথায় আসেনি ৷ আর সেই না ভাবা বিষয়টি সত্যি হওয়ায় আরও বেশি খুশি বৃষ্টি ৷

আরও পড়ুন : Madhyamik Result 2022: মাধ্যমিকে পাশের হার 86.6%, সবার উপরে পূর্ব মেদিনীপুর

সাগ্নিকের মতই বৃষ্টির বাবা অমিতাভ পাল হুগলি কলেজিয়েট স্কুলের শিক্ষক ৷ তিনি জানান, ছেলে বা মেয়ে, কারও পড়াশোনা নিয়ে তাঁকে কোনওদিন চিন্তা করতে হয়নি ৷ তাই মেয়ে ভবিষ্যতে কী করবে সেটা তার নিজের সিদ্ধান্ত ৷ অভিভাবক হিসাবে মেয়ের পাশে থাকার কথা জানালেন অমিতাভ পাল ৷ বৃষ্টির মা সুদীপা পাল ৷ মেয়ের এই সাফল্যে তিনি খুশি তো বটেই ৷ আর মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, বৃষ্টির যেটা ভাল লাগবে, সেটাই সে করবে ৷ কোনওদিন কোনও কিছুর জন্য তাকে জোর করেননি ৷ তাই ভবিষ্যতের বিষয়েও কোনও জোর তাঁরা করবেন না বলে জানান সুদীপা পাল ৷

আরও পড়ুন : Madhyamik 2023 timetable: সামনের বছর কবে শুরু মাধ্যমিক ? রইল সম্পূর্ণ সূচি

ABOUT THE AUTHOR

...view details