পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন উপেক্ষা করে সিঙ্গুরে চলছে রাস্তা ঢালাইয়ের কাজ - সিঙ্গুরে রাস্তা ঢালাইয়ের কাজ

লকডাউন না মেনে রূপনারায়ণপুর গ্রামে চলছে প্রায় 300 ফুট রাস্তা ঢালাইয়ের কাজ। তৃণমূল বোর্ড পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি বিরোধীদের।

Road construction at Singur on lockdown
সিঙ্গুরে

By

Published : Apr 14, 2020, 10:05 PM IST

সিঙ্গুর, 14 এপ্রিল: লকডাউন উপেক্ষা করে সিঙ্গুরে চলছে রাস্তা ঢালাইয়ের কাজ। অভিযোগ, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সিঙ্গুরে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছেন সেখানকার তৃণমূল বোর্ডের পঞ্চায়েতের প্রধান। প্রধান মুক্তরাম সাঁতরার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিরোধী BJP।

সিঙ্গুরের গোপালনগর গ্ৰাম পঞ্চায়েতের রূপনারায়ণপুর গ্রামে চলছে প্রায় 300 ফুট রাস্তা ঢালাইয়ের কাজ । লকডাউন উপেক্ষা করে কীভাবে শ্রমিক জমায়েত করিয়ে রাস্তার কাজ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী পক্ষ। BJP-র হুগলি সাংগঠনিক জেলা সহসভাপতি সঞ্জয় পাণ্ডের অভিযোগ, লকডাউন চলাকালীন কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশিকা লঙ্ঘন করে সামাজিক দূরত্ব না মেনে রাস্তা ঢালাইয়ের কাজ চলছে এলাকায়। এতে গ্রামে কোরোনা সংক্রমণ ছড়ালে তার জন্য কে দায়ী থাকবে? BJP নেতা দাবি করেন, তৃণমূল পরিচালিত বোর্ডের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।

যদিও, যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই পঞ্চায়েতের প্রধান মুক্তরাম সাঁতরার সাফাই, "রাস্তায় প্রচুর মাল পরে থাকায় গ্ৰামের লোকের যাতায়াতের অসুবিধা হচ্ছিল। তাই সামাজিক দূরত্ব বজায় রেখেই রাস্তা ঢালাইয়ের কাজের নির্দেশ দিয়েছি।

ABOUT THE AUTHOR

...view details