পোলবায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে রাস্তা অবরোধ - তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর
হুগলির পোলবার হোসনাবাদে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ৷ এই ঘটনায় তৃণমূল বিজেপিকে দায়ি করেছে ৷ যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে ৷
হুগলি, 16 জানুয়ারি : রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ৷ এই ঘটনায় অভিযুক্ত বিজেপি। এই ঘটনায় উত্তেজনা পোলবার হোসনাবাদ এলাকায় ।রাতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দরজা ভেঙে পার্টি অফিস ভাঙচুর করা হয়। তার দাবিতে মগরা জিটি রোড অবরোধ করে তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে পালটা বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই ঘটনা।
শুক্রবার গভীর রাতে এই পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার সকালে তৃণমূল কর্মীদের বিষয়টি নজরে আসে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হাজির হয়। রাজাট গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের এই পার্টি অফিস।সেখানে ভাঙচুর করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাসকদলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।ভাঙচুরের ঘটনার সঙ্গে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তার উপর টায়ার এবং পাথর ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করে তৃণমূল। সন্দেহভাজন বেশ কয়েকজন ব্যক্তির নামও পুলিশকে জানানো হয়েছে । ঘটনাস্থানে আসে পোলবা থানার পুলিশ । পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তৃণমূল।